এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ টেলিকাস্ট প্রশ্নের মুখে, দেশের স্বার্থে বড় আবেদন

Priyanka Chaturvedi demands to stop live telecast of Asia Cup India Vs Pakistan match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেপ্টেম্বরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। আগামী 14 তারিখ বহু অপেক্ষিত টুর্নামেন্টটিতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তানের। সেই মতোই টিম ইন্ডিয়াকে পাক দলের বিরুদ্ধে ম্যাচ খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। আর ঠিক তারপর থেকেই দানা বাঁধল বিতর্ক।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের একটা বড় অংশ ভারত সরকারের এমন সিদ্ধান্তকে একেবারেই মেনে নিতে পারছেন না। তাঁদের সিংহভাগেরই দাবি, পহেলগাঁও জঙ্গি হামলার পরও কীভাবে পাকিস্তানের সাথে টিম ইন্ডিয়াকে ক্রিকেট ম্যাচ খেলার অনুমতি দেওয়া হচ্ছে? আর ঠিক সেই আবহে এবার ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের সরাসরি সম্প্রচার প্রশ্নের মুখে দাঁড়াল।

ভারত-পাক ম্যাচের সরাসরি সম্প্রচার নিয়ে সমস্যা

পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ খেলুক এমনটা চাইছেন না দেশের সিংহভাগ মানুষ। সন্ত্রাস এবং ক্রিকেট একসাথে চলতে পারে না, এমন দাবিতেই সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ময়দানে পাকিস্তানকে বয়কট করেছেন ভারতীয় কিংবদন্তিরা। আর তারপর থেকেই আশা ছিল হয়তো এশিয়া কাপেও পাক দলকে ফিরতি পথ দেখাবে ভারত। কিন্তু তেমনটা হল কই?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঢাকা ভিত্তিক বৈঠকের পর থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ একপ্রকার চূড়ান্ত হওয়ার পথে। এমতাবস্থায়, পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে কেন্দ্রীয় মন্ত্রক ছাড়পত্র দেওয়ার পরই বাড়ল সমস্যা। সম্প্রতি ভারত বনাম পাকিস্তান ম্যাচের সরাসরি সম্প্রচার নিয়ে আপত্তি প্রকাশ করেছেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

এশিয়া কাপের ভারত বনাম পাক ম্যাচের লাইভ স্ট্রিমিং নিয়ে ঘোর আপত্তি প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি দিয়েছেন প্রিয়াঙ্কা। যেখানে লেখা হয়েছে, আমি গভীর বেদনা এবং উদ্বেগের সাথে আপনাকে জানাচ্ছি, একজন সাংসদ হওয়ার পাশাপাশি এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি পহেলগাঁও জঙ্গি হামলায় নিরীহদের প্রাণহানির ঘটনা কোনও দিনও ভুলতে পারবো না।

এই হামলার পর, সরকার সন্ত্রাসবাদের প্রতি কড়া পদক্ষেপ নিয়েছিল। চালানো হয়েছিল অপারেশন সিঁদুর। এমনকি সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার বার্তা দিয়ে বিশ্বজুড়ে একটি সংসদীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল কেন্দ্রের তরফে। আমিও সেই দলের অংশ ছিলাম। তবে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমি এর ঘোর বিরোধী! আমার বিবেকের কাছে এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।

বলা বাহুল্য, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লেখার আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা আবেদন জানিয়েছিলেন, চলতি বছরের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান ম্যাচ কখনই অনুষ্ঠিত হওয়া উচিত নয়। তাঁর বক্তব্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যদি চান, তবে তিনি ICC-র চেয়ারম্যানকে একটি ফোন করেই এই ম্যাচটি বাতিল করতে পারেন। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের কাছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সরাসরি সম্প্রচার বা লাইভ টেলিকাস্ট নিষিদ্ধ করারও দাবি জানিয়েছিলেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা।

অবশ্যই পড়ুন: দীর্ঘদিন ব্রাত্য জাতীয় দলে, প্রবল হতাশা থেকেই অবসর নিলেন চেতেশ্বর পূজারা

উল্লেখ্য, ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ নিয়ে বিতর্কের মাঝেই প্রবল হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও। সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ম্যাচটা হচ্ছে দেখে আমি সত্যিই বেশ বিস্মিত। এই ম্যাচ আয়োজন করে ওরা কী প্রমাণ করতে চাইছে? মানুষের জীবনের মূল্য যেকোনও খেলার থেকে অনেক বেশি। আমি তো কোনও ভাবেই ওই ম্যাচ দেখবো না।

Leave a Comment