এশিয়া কাপে ভারত, পাকিস্তান ম্যাচের দায়িত্বে দুই বাংলাদেশি আম্পায়ার! নাম জানাল ACC

Two Bangladeshi umpires to be present at India vs Pakistan Asia Cup match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের দামামা বেজে গিয়েছে। আজই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের প্রথম আসরে মুখোমুখি হবে আফগানিস্তান এবং হংকং। তবে যে ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করে রয়েছে, সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ (India Vs Pakistan Asia Cup) অনুষ্ঠিত হবে আগামী 14 সেপ্টেম্বর। আর সেই ম্যাচেই আম্পায়ারিং করবেন বাংলাদেশের দুই আম্পায়ার। ভারতও থেকে এশিয়া কাপ পরিচালনার দায়িত্ব রয়েছে দুজন। সোমবারই, আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে ACC।

ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাংলাদেশের দুই আম্পায়ার

এ স্পোর্টসের রিপোর্ট বলছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ পরিচালনার দায়িত্ব বেছে বেছে দুজন বাংলাদেশের আম্পায়ারকে দিয়েছে। ACC এর তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার দুই চির প্রতিদ্বন্ধীর হাইভোল্টেজ ম্যাচে মাঠে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান। এছাড়াও ম্যাচ আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে এবং তৃতীয় আম্পায়ার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গাজি সোহেল। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফ্ট।

ভারত সহ অন্যান্য দেশ থেকে এশিয়া কাপে একাধিক আম্পায়ার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে, ভারত থেকে বীরেন্দ্র শর্মা এবং রোহন পণ্ডিত এশিয়া কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কা থেকে রুচিরার পাশাপাশি রবীন্দ্র উইমালসিরি এশিয়া কাপের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও আফগানিস্তান থেকে দুই আম্পায়ার আহমদ পাকতিন এবং ইজাতুল্লাহ, পাকিস্তান থেকে দুজন আম্পায়ার আসিফ ইয়াকুব এবং ফয়সল আফ্রিদি এশিয়া কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তাছাড়াও, ম্যাচ রেফারি হিসেবে নাম এসেছে পাইক্রফ্ট এবং রিচি রিচার্ডসনের।

অবশ্যই পড়ুন: ভারতের সাথে বেইমানি! ট্রাম্পের কাছে বেইজ্জত হয়েও আমেরিকার ঝোল টানছেন জেলেনস্কি

প্রসঙ্গত, চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণটা অবশ্য সকলেরই জানা। মূলত, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের এশিয়া কাপ 20 ওভারের ফরম্যাটে। আর কোনও দল না হলেও, ভারত অন্তত এশিয়া কাপের মঞ্চকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্র হিসেবে কাজে লাগাতে চাইছে।

Leave a Comment