এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ বন্ধ করতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা!

Supreme Court On India Vs Pakistan Match Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর একটা দিন পরই এশিয়া কাপের অন্যতম হাইলাইট ম্যাচ অর্থাৎ ভারত-পাক মহারণ অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজিত হলে, পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবারের মতো একে অপরের মুখ দেখবে দুই চির প্রতিদ্বন্দ্বী। যদিও এই ম্যাচ নিয়ে সমস্যা রয়েছে দেশবাসীর একটা বড় অংশের। বেশির ভাগেরই দাবি, সন্ত্রাস আর ক্রিকেট একসাথে হতে পারে না! পাকিস্তানকে বয়কট করা হোক! এবার সেই দাবি নিয়েই সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

কী জানাল সুপ্রিম কোর্ট?

14 সেপ্টেম্বর, রবিবার দুবাইতে ভারত পাকিস্তানের হাইভোল্টেজ এশিয়া কাপ ম্যাচ। তার আগেই সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। অল ইন্ডিয়া রেডিওর খবরে জানা গেল, আইনের পড়ুয়া ওরফে ক্রিকেটপ্রেমী ঊর্বশী জৈন এবং তাঁর সহপাঠীরা মিলে সংবিধানের 32 নম্বর ধারায় শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। দাবি ছিল, ভারত বনাম পাকিস্তান ম্যাচ স্থগিত করা হোক।

যুক্তি হিসেবে আইনের পড়ুয়ারা জানিয়েছিলেন, সন্ত্রাসবাদকে মদত দেয় পাকিস্তান। তাদের সাথে খেলাটা একেবারেই শোভনীয় নয়। সরকারের উচিত এই ম্যাচ বাতিল করে দেওয়া। পহেলগাঁও জঙ্গি হামলায় মৃতদের কথা স্মরণ করিয়ে পড়ুয়ারা বলেন, এই ম্যাচ হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। শহীদদের পরিবারের কথাটাও ভাবা উচিত!

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল ক্লাব থেকে চুরি গেল কোটি টাকার জিনিস!

মামলাকারীদের বক্তব্য, যারা সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, সন্ত্রাসী মনোভাব যাদের, প্রতিমুহূর্তে যারা অন্যের ক্ষতি কামনা করে, তাদের সাথে কোনও রকম সম্পর্ক নয়! পাকিস্তানের সাথে খেললে সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করা হবে। জাতীয় স্বার্থ, সেনার আত্মত্যাগ এবং নাগরিকদের জীবনের থেকে বড় কিছু হতে পারে না।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মামলাকারীদের নানান আপত্তি, যুক্তি থাকলেও সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ সেই মামলা শুনতেই রাজি হয়নি। বরং শীর্ষ আদালতের বিচারকদের তরফে জানানো হয়, এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ। হতে দিন। রবিবারই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এখন আর কী করা সম্ভব? বলা বাহুল্য, দেশের শীর্ষ আদালতের এমন বিচারে অসন্তুষ্ট অনেকেই!

Leave a Comment