বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের যাত্রা, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত।
এই বহু অপেক্ষিত টুর্নামেন্টে আগামী 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। তবে সেই আসর শুরুর আগেই উঠে আসছে টিম ইন্ডিয়ার এক কীর্তিমান ক্রিকেটারের নাম। আসলে, এই তারকাই 2022 সালের এশিয়া কাপে সেঞ্চুরি করার পাশাপাশি শূন্য রানেও আউট হয়েছিলেন। কে তিনি?
সেঞ্চুরির পাশাপাশি শূন্য রানেও আউট হয়েছিলেন এই ক্রিকেটার
2022 সালের এশিয়া কাপ টুর্নামেন্টের ঘটনা। সে আসরে ভারতীয় দলের হয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন মহাতারকা বিরাট কোহলি। সেবার পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলেছিলেন রাজা বিরাট। 44 বলে করেছিলেন 60 রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে হঠাৎ ফর্ম হারিয়ে মুখ থুবড়ে পড়েন তিনি।
এদিন লঙ্কান ব্রিগেডের সামনে মাত্র 4 বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরে ছিলেন বিরাট। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এর ঠিক পরবর্তী ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে 61 বলে 6টি ছয় ও 12টি চার হাঁকিয়ে 122 রান তুলে দলকে জেতান রোহিত সতীর্থ। এশিয়া কাপের আগে এবার তাঁর সেই কীর্তিই ফের স্মরণ করলেন ভক্তরা। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার কারণে এ বছর এশিয়া কাপে খেলতে পারবেন না কোহলি।
অবশ্যই পড়ুন: ১৭ আগস্ট ডুরান্ড কাপে গড়াতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি! সূত্র
উল্লেখ্য, এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট 8টি দল। ভারত ছাড়াও এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্টে নামবে পাকিস্তান, আফগানিস্তান, হংকং, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং বাংলাদেশ। বলে রাখি, 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করার পরেই 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার।