এশিয়া কাপে UAE-র বিরুদ্ধে কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ? বড় তথ্য দিলেন মরকেল

Asia Cup 2025 Team India possible playing 11 for UAE Match Morne morkel

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ (Asia Cup 2025)। প্রথম আসরে মুখোমুখি হবে আফগানিস্তান এবং হংকং। এই ম্যাচের পর আগামীকাল অর্থাৎ 10 সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে মাঠ দখল করবে টিম ইন্ডিয়া। আর তার আগেই শেষ পর্বের অনুশীলনে ব্যস্ত সূর্যকুমার যাদবের দল। কিন্তু UAE-র বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম আসরে কোন একাদশ নিয়ে নামবে ভারত? ধারণা দিলেন স্বয়ং টিম ইন্ডিয়ার বোলিং কোচ মরনে মরকেল।

এই অলরাউন্ডারকে প্রথম একাদশে দেখা যেতে পারে

এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার অনুশীলন চলাকালীন বোলিং কোচ মরকেল জানান, শিবম দুবের মতো একজন খেলোয়াড়কে 4 ওভার বল করাতে পারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সব সময় অলরাউন্ডারদের বলেছি, বোলিং এবং ব্যাটিং উভয় দিকেই বিশেষ নজর দিতে। অনুশীলন চলাকালীন অনেক সময় ছেলেরা একটু দুষ্টুমি করে। কেবল একটি স্কিলের উপরই মনোযোগ দেয়।

মরকেল আরও বলেন, বোলিংয়ে ষষ্ঠ এবং সপ্তম বিকল্পটি অপরিহার্য হয়ে ওঠ। তাই আমাদের এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন, যে এই কাজটি খুব ভালভাবে করতে পারবে। অধিনায়ক সূর্য কুমার যাদব যখন তাকে দায়িত্ব দেবেন, তখন ওই প্লেয়ারকে সেটা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। ভারতীয় দলের বোলিং কোচের বক্তব্যের পর আশা করা যাচ্ছে হয়তো এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে দেখা মিলতে পারে শিবম দুবের।

পিচ নিয়েও মুখ খুললেন মরলেক

ক্রিকবাজের সাথে কথা বলার সময় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ নিয়েও মুখ খোলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ। মরকেল জানান, চ্যাম্পিয়নস ট্রাফিক সময় পিচটি বেশ পুরনো মনে হচ্ছিল কারণ, এখানে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে আগে। এরপরই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জানান, আমরা আগে পিচ দেখব, সেখানে প্রচুর ঘাস রয়েছে কিনা সেটাও দেখার। এটা আমাদের দলের সমন্বয় এবং কৌশল সম্পর্কে ধারণা দেবে।

 

অবশ্যই পড়ুন: হঠাৎ মাঝরাতে হাসপাতালে ছুটলেন রোহিত শর্মা! কী হয়েছে হিটম্যানের? চিন্তায় ভক্তরা

UAE-র বিরুদ্ধে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং।

Leave a Comment