বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শুরুর আগেই দল থেকে বাদ পড়লেন সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক বর্মার মতো ক্রিকেটাররা! না, বোর্ড এখনও এশিয়া কাপের দল ঘোষণা করেনি। তবে তার আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এশিয়া কাপের ভারতীয় দল বেছে নিয়েছেন।
জানা যাচ্ছে, ভারতীয় কিংবদন্তি হরভজনের দলে জায়গা হয়নি, সঞ্জু, তিলক, রিঙ্কুদের। বদলে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের বেছে নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন দাপুটে ক্রিকেটার।
সঞ্জুকে বাদ দিয়ে কাকে দিলে নিলেন ভাজ্জি?
ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন এশিয়া কাপের জন্য যে ভারতীয় দল বেছে নিয়েছেন তাতে উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসনের বদলে ঋষভ পন্থ অথবা কে রাহুলকে জায়গা দেওয়ার কথা বলেছেন তিনি। ভাজ্জি মনে করেন, কে এল রাহুল ভাল বিকল্প হতে পারে। তাই পন্থ অথবা রাহুল যেকোনও একজনকে দলে রাখা উচিত।
ভাজ্জির বোলিং বিভাগ
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন তাঁর দলে, পেসার হিসেবে জায়গা দিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংকে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, হরভজনের দলে জায়গা পাননি মহমস শামি বা হর্ষিত রানা কেউই। বদলে তিনি সিরাজকেই এগিয়ে রেখেছেন। তাছাড়াও স্পিনার হিসেবে হরভজনের ভরসা রয়েছে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের উপর। তাছাড়াও তালিকায় নাম রয়েছে রিয়ান পরাগের।
একনজরে হরভজনের এশিয়া কাপের দল
ওপেনার: যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা এবং তিন নম্বরে শুভমন গিল।
মিডল অর্ডার: সূর্য কুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর।
উইকেটরক্ষক: কে এল রাহুল অথবা ঋষভ পন্থ।
অলরাউন্ডার/স্পিনার: রিয়ান পরাগ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
ফার্স্ট বোলার: জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
অবশ্যই পড়ুন: বড় ধাক্কা ইস্টবেঙ্গলে! বাবা প্রয়াত হওয়ায় ডার্বির আগে দেশ ছাড়লেন মহম্মদ রশিদ
Harbhajan Singh doesn’t include Sanju Samson, Rinku Singh and Tilak Varma in his 2025 Asia Cup squad. #HarbhajanSingh #SanjuSamsonhttps://t.co/GY5zjbfFDs
— News18 CricketNext (@cricketnext) August 15, 2025
উল্লেখ্য, আগামী 19 আগস্ট এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে BCCI। বলে রাখি, এশিয়া কাপের মঞ্চে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 10 সেপ্টেম্বর। এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আক্রমণ শানাবেন ভারতের ছেলেরা।