এসএসসি’র নবম-দশমের ফলপ্রকাশ চলতি সপ্তাহেই! প্রকাশ্যে দিনক্ষণ

SSC Result

সৌভিক মুখার্জী, কলকাতা: বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ বছর এসএসসি’র নিয়োগ ফলপ্রকাশের (SSC Result) প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে জানা গেল, নভেম্বরের মাঝামাঝিতেই নবম-দশম শ্রেণীর ফল প্রকাশ হবে। সূত্র অনুযায়ী খবর, আগামী শনিবার এ বিষয়ে ঘোষণা হতে পারে।

জানিয়ে রাখি, এবছর নবম-দশম শ্রেণীর পরীক্ষার জন্য মোট ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিল ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর এবারের পরীক্ষা হয়েছিল মোট ১১টি বিষয়ে।

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একাদশ-দ্বাদশ নিয়োগের ফল

বলে রাখি, গত শুক্রবার এসএসসি’র তরফ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। এমনকি সেখানে বহু যোগ্য চাকরিপ্রার্থীর ফলাফল আশানুরূপ হয়নি। পাশাপাশি রেজাল্ট দেখতেও সমস্যার সম্মুখীন হয়েছে অনেকে। চাকরিপ্রার্থীদের মধ্যে এখন একটাই সংশয়, ইন্টারভিউতে ডাক পাব কিনা।

এসএসসি’র তরফ থেকে জানানো হয়েছে, মোট ৮০ নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হবে। এর মধ্যে ৬০ নম্বর থাকলে লিখিত পরীক্ষার উপর। তবে শিক্ষাগত যোগ্যতার উপর অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে, আর অভিজ্ঞতার উপর দেওয়া হবে আরও ১০ নম্বর। এর উপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। যদিও এ নিয়ে বহু মতবিরোধ দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ 6G পরিষেবার জন্য সরকারের কাছে বড় দাবি Jio, Airtel ও Vi-র! পূরণ হলেই হাইস্পিড নেট

আগামী ১৭ নভেম্বর হবে নথি ভেরিফিকেশন

বলাবাহুল্য, একাদশ একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের নথি ভেরিফাইয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর। তবে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো আগে ফের নতুন করে শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তবে খবর পাওয়া যাচ্ছে, মঙ্গল বা বুধবারের মধ্যেই হয়তো সেই তালিকা পৌঁছে যাবে। মোটামুটি ১৩ নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হবে বলেই অনুমান।

Leave a Comment