এসএসসি-কে দাগি ৭,২৯৩ জনের পুরো তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার!

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই কলকাতা হাইকোর্টে উঠল মামলা। এবার বিচারপতি অমৃত সিনহার এজলাসেই হয়েছে এই মামলা। অযোগ্য প্রার্থীরা কীভাবে পরীক্ষায় বসলেন সে নিয়েই মূলত এই মামলা। সেই কারণে দাগি ৭,২৯৩ জনের লিস্ট প্রকাশ করার নির্দেশ দিল বিচারপতি সিনহা (Calcutta High Court on SSC)।

কী বললেন বিচারপতি?

এদিন বিচারপতি অমৃতা সিনহা তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। হাইকোর্ট বলেছিল যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই। তবে তারাই আবার শীর্ষ আদালতকে জানিয়েছিল যে, অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। সেইমতো আগামী বুধবারের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি। এমনকি ওএমআর জালিয়াতি, এসএসসি-কে আউট অফ প্যানেল নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে ৭,২৯৩ জনের বিস্তারিত তথ্য থাকতে হবে ওই তালিকায়। মূলত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে এতে। আর প্যানেল প্রকাশের পর যাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদের তালিকা আগামী শুনানির দিন আদালতে জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা।

বলাবাহুল্য, আজ প্রথমবার নয়। একাধিকবার এসএসসি-কে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং দেশের শীর্ষ আদালত। এসএসসি সেই তালিকা প্রকাশ করলেও তাতে কিছু না কিছু অসঙ্গতি থাকে। আগেরবার বিচারপতি দাগিদের নাম, অভিভাবকের নাম, রোল নম্বর সহ বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। আর সেই মতোই তালিকা প্রকাশ করেছিল এসএসসি। সেই অনুযায়ী ২৭ নভেম্বর ১,৮০৬ জন দাগি প্রার্থীর নাম সামনে আসে।

আরও পড়ুন: পাকিস্তান সহ ভারতের তিন প্রতিবেশী দেশে দূতাবাস বন্ধের ঘোষণা ফিনল্যান্ডের!

উল্লেখ্য, এবারের এই ৭,২৯৩ জনের মধ্যে অযোগ্য শিক্ষক-শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে এসএসসি ৩,৫১২ জন দাগী অশিক্ষক কর্মীদের তালিকা এবং নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের নিয়ে দাগি ১,৮০৬ জনের তালিকা প্রকাশ করেছে। তবে এবার সেই দাগিদেরই বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট।

Leave a Comment