এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট! কলকাতার এই ৫ জায়গায় করুন পুজোর শপিং, মিলবে সস্তায়

kolkata durga puja shopping

সহেলি মিত্র, কলকাতা: একদম দোরগোড়ায় এসে গিয়েছে দুর্গাপুজো (Durga Puja 2025)। ইতিমধ্যেই কাউন্টাডাউন শুরু করে দিয়েছেন উৎসবপ্রেমীরা। আজ পুজোর সময়ে নতুন নতুন জামা গায়ে উঠবে না, চুটুরপুটুর কিছু খাওয়া হবে না, সেটা তো হতেই পারে না। তবে আজ আপনাদের এই আর্টিকেলে কলকাতার এমন কিছু আইকনিক শপিং হাবের সন্ধান দেব যেখানে আপনার বাজেট কম হোক বা বেশি, সবকিছু পেয়ে যাবেন।

হাতিবাগান

পুজোর শপিং-এর কথা হবে আর হাতিবাগানের প্রসঙ্গ উঠবে না সেটা তো হতেই পারে না। আপনি যদি শাড়ি, সালোয়ার, কুর্তি, গয়নার খোঁজ করে থাকেন তাহলে হাতিবাগান আপনার জন্য আদৰ্শ জায়গা হতে পারে। বিশেষ করে উত্তর কলকাতায় যাদের বাড়ি তাঁদের জন্য এটি একদম পারফেক্ট জায়গা। আপনি যদি হ্যান্ডলুম শাড়িপ্রেমী হয়ে থাকেন তাহলে হাতিবাগানের দোকানে দোকানে ঘুরে আপনি প্রেমে পড়ে যাবেন। সোমবার ব্যতিত আপনি সপ্তাহের যে কোনো দিন এখানে আসতে পারেন। এবার আসা যাক কীভাবে এখানে আসবেন সে ব্যাপারে। হাতিবাগানের কাছাকাছি মেট্রো স্টেশন হল শ্যামবাজার মেট্রো। এছাড়াও আপিনি বাস বা ট্যাক্সিতে চলে আসতে পারেন। সকাল ১১টা থেকে রাত ৮:৩০টা অবধি মার্কেট খোলা থাকে।

নিউমার্কেট

যারা শপিং প্রেমী তাঁরা এই নিউ মার্কেট বলতে অজ্ঞান। পুজো হোক কিংবা বছরের অন্যান্য কোনো সময়, মানুষের ভিড়ে থিকথিক করে জায়গাটি। আপনার মাথা থেকে পা পর্যন্ত পুজোর লুকের জন্য এখানে সবকিছু পেয়ে যাবেন। সে শাড়ি, কুর্তি বা মেকআপের জিনিস, গয়না সবকিছু পেয়ে যাবেন এখানে। সকাল ১০:৩০টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকে। রবিবার বন্ধ থাকে। এবার আসা যাক আপনি নিউ মার্কেট কীভাবে পৌঁছাবেন সে বিষয়ে। আপনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে অনায়াসেই নিউ মার্কেট পৌঁছে যেতে পারবেন। এছাড়াও বাসে বা ট্যাক্সি করেও এখানে পৌঁছাতে পারেন।

গড়িয়াহাট

দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কেনাকাটি শুরু হয়ে গিয়েছে। গড়িয়াহাটও ব্যতিক্রম নয়। গয়না, হোক জুতো, বা শাড়ি, কুর্তি সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন তাও কিনা কম বাজেটে। গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে থাকা সাড়ি সাড়ি দোকান ম দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে গ্যারেন্টি। এখানে আপনি বাস বা মেট্রোতেও করে আসতে পারেন। মেট্রোর জন্য আপনাকে কালীঘাট মেট্রো ধরতে হবে। এরপর সেখান থেকে বাস বা অটো ধরে এখানে চলে আসতে পারেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:৩০টা অবধি খোলা থাকে এই মার্কেট।

ধৰ্মতলা

নিউ মার্কেটের পাশাপাশি আপনি শপিং করতে পারেন এসপ্ল্যানেড থেকেও। বাচ্চা থেকে বয়স্ক, ওয়েস্টর্ন হোক বা ইন্ডিয়ান, পালাজো, পাকিস্তানী জামাকাপড়, কুর্তি সব ধরণের ট্রেন্ডিং জামাকাপড় পেয়ে যাবেন এখানে। মেট্রো, বাস, ট্যাক্সিতে করে আপনি এখানে পৌঁছে যেতে পারেন। সকাল ১১টা থেকে রাত ৯টা অবধি এই ধৰ্মতলা মার্কেট খোলা থাকে।

আরও পড়ুনঃ ২০৩০-র মধ্যে শুরু হবে নোয়াপাড়া-মধ্যমগ্রাম-মাইকেলনগর মেট্রো? প্রকাশ্যে বিরাট আপডেট

বড়বাজার

শহর কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং হাব। এখানে এলে কিছু না কিছু আপনি কিনে বাড়িতে যাবেনই। আপনি জমকালো ঘাগরা, লেহেঙ্গা এবং ডিজাইনার শাড়ির সন্ধান করে থাকেন, তাহলে বড়বাজার আপনার জন্য উপযুক্ত জায়গা।  বড়বাজার শহরের পাইকারি ক্রেতাদের পাশাপাশি ব্যক্তিগত ক্রেতাদেরও আকর্ষণ করে। এখানে অতুলনীয় দামে আকর্ষণীয় পুজোর পোশাক অফার করেন দোকানদাররা। আপনি এমজি রোড মেট্রো ধরে এখানে আসতে পারেন। এছাড়াও হাওড়াগামী যে কোনো বাস ধরে বড় বাজার ঢুকতে পারেন। রবিবার ছাড়া সকাল ১০:৩০ থেকে রাত ৮টা অবধি এই মার্কেট খোলা থাকে।

Leave a Comment