বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের শুরুর দিকে বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে (Stock To Buy)। গত বছর ডিসেম্বরের দিকে যেগুলির দাম তুলনামূলক অনেকটাই কম ছিল। আর ঠিক সেই সুযোগের সদ্ব্যবহার করে যারা এই স্টকগুলিতে টাকা রেখেছিলেন তারা আজ মালামাল হয়েছেন। তবে আপনি যদি সেই সুযোগ না পেয়ে থাকেন, চিন্তা নেই। আগামী দিনেও শেয়ার মার্কেটে বড় লাফ দিতে পারে বেশ কিছু স্টক। তবে কোন স্টক ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন দেবে তা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বোঝা অসম্ভব। কিন্তু বেশ কিছু ব্রোকারেজ ফার্ম ও বিদেশি বিনিয়োগকারীরা নতুন বছরের জন্য একটি স্টকে আস্থা রাখছেন। বিশেষজ্ঞদের দাবি, এই স্টকটি পকেট ভরাতে পারে ইনভেস্টরদের।
এই স্টকে টাকা রেখে কপাল খুলতে পারে আপনার
সাম্প্রতিককালে শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তা সত্ত্বেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক পেনি স্টকও। জানলে অবাক হবেন, গত বছর ডিসেম্বর নাগাদ যেসব স্টকের দাম 1 টাকা থেকে 2 টাকা ছিল আজকের দিনে সেই সন স্টকের দাম দাঁড়িয়েছে 20 টাকা বা তারও বেশি দামে। এক কথায়, স্টক মার্কেটের এই স্টকগুলি পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের।
অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, শেয়ার মার্কেটের ওঠাপড়ার মধ্যে থেকে আগামীতেও বেশ কিছু ছোট স্টক বড় রিটার্ন দেবে। যদিও ইতিমধ্যেই বেশ কিছু ব্রোকারেজ ফার্ম ভারতীয় সংস্থা সুজলন এনার্জি লিমিটেডের স্টকগুলিতে আস্থা রেখেছে। তাদের দাবি, শেয়ার বাজারের অনিশ্চিয়তার মধ্যেও আগামী দিনে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেবে সুজলনের স্টগুলি। বলাই বাহুল্য, সুজলন এনার্জি লিমিটেড বিগত দিনে নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। সেই সূত্রেই এই সংস্থার স্টকের দামও উর্দ্ধমুখী হয়েছে।
অবশ্যই পড়ুন: ৩১ বছর বয়সেই ক্রিকেট থেকে বিদায় নিলেন KKR এ খেলা ভারতের বিস্ময়কর স্পিনার
বেশ কয়েকটি ব্রোকারেজ হাউস এবং শেয়ার বাজার বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে এই সংস্থার স্টকের দাম অনেকটাই বাড়তে পারে। বলে রাখি, শেষ বারের মতো গতকাল শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার স্টকের দাম 49 টাকায় দাঁড়িয়েছিল। তবে এই ব্রোকারেজ হাউসগুলি দাবি করেছে, প্রথম ধাপে এই স্টকের দাম এক লাফে 60 টাকা পর্যন্ত উঠবে। দ্বিতীয় ধাপে এই স্টকের দাম 70 টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন বক্তব্যেই এই স্টকটিকে বাই রেটিং দিয়েছে ব্রোকারেজ ফার্মগুলির বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলাই যায়, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই স্টকে টাকা রাখলে আগামী দিনে আখেরে লাভ হয়ে পারে ইনভেস্টরদেরই।