সহেলি মিত্র কলকাতাঃ দিঘার বুকে যে আরও কত কী ঘটনা ঘটবে তার হয়তো কোনও ইয়ত্তা নেই। এতদিন হয়তো আপনি বিশালাকার হাঙর কোনও সিনেমায় বা ডকুমেন্টরিতে দেখে থাকবেন। কিন্তু এবার কিনা দিঘার তালসারিতে দেখা মিলল ৫০ কুইন্টালের দৈত্যাকার হাঙ্গর (Shark In Digha), যেটি কিনা আবার বুল শার্ক। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। এহেন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই সমুদ্র উপকূলবর্তী এলাকায়। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দিঘায় মিলল বুল শার্ক!
না এবারে আর কোনও মৎস্যজীবীদের জালে এই দৈত্যাকার মাছটি ধরা পড়েনি। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ওড়িশার বালাসোর জেলার ভোগরাই ব্লকের তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে আসে এক বিশাল হাঙ্গর। প্রায় ৩০ ফুট লম্বা ও ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গরটি জালে আটকে পড়ে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। ৫ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি দেখতে পায়। তারপর তা জালে ওঠে।
শার্কটির ওজন ও আকার এতটাই ছিল যে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে শতাধিক স্থানীয় মানুষ চেষ্টা করেও তীরে তুলতে পারেননি। পরে জোয়ার আসার পর ট্রেনে তোলা সম্ভব হয়। তারপরই দৈত্যকার হাঙ্গর দেখে সকলে হতবাক। এহেন খবর পেয়ে তালসারির সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। ছবি, ভিডিও তোলার হিড়িক পড়ে যায়। এদিকে এহেন দৃশ্য দেখে সকলের চোখ রীতিমতো কপালে উঠেছে। কেউ হয়তো ভাবতেও পারেননি দিঘা, ওড়িশার বুকে এমন দৃশ্য তাঁরা দেখবেন।
হতবাক সাধারণ মানুষ
খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা পৌঁছে হাঙরের প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে প্রাথমিকভাবে এটি বিরল প্রজাতির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কী ভাবে তা তালসারির সৈকতে ভেসে এল, কোথা থেকেই বা এল, এসবের খোঁজ চলছে। তবে এত বৃহদাকার হাঙর দেখে স্বাভাবিকাভবেই তাজ্জব সকলে। এরকম হাঙ্গর প্রশান্ত মহাসাগরে থাকে। ফলে সকলের মনে প্রশ্ন জাগছে, সুদূর প্রশান্ত সাগরের এরকম দৈত্যাকার হাঙ্গর কীভাবে তালসারিতে এল? তাহলে কি প্রকৃতির বদলে যাওয়া রূপই কি এর জন্য দায়ী? উত্তর জানা নেই কারোর।