“ওনার ভাষণ মোবাইলেও শোনা যাবে”, মোদীর দমদম সভার দিনেই বেঙ্গালুরু উড়ে গেলেন দিলীপ

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তার পরেই গোটা রাজ্য আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। ১৬ বছর আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের যে পরিকল্পনা করেছিল, আজ বিকেলে তারই উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষের মুখে প্রস্তুতি। এদিকে নরেন্দ্র মোদীর বাংলা সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর জনসভায় নিমন্ত্রণ না পেয়েই কি অভিমানী প্রাক্তন রাজ্য সভাপতি?

মোদীর জনসভায় থাকবেন না দিলীপ

পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ অর্থাৎ ২২ আগস্ট চলতি বছরে তৃতীয়বার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪ টে বেজে ৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন মোদি। এরপর মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। তাই সেই কারণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সেই সফরে রাজ্যের সকল বিজেপি নেতা উপস্থিত থাকলেও এবারেও দেখা মিলবে না বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষের। এর আগেও দুইবার নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসলেও ডাকা হয়নি দিলীপকে, আর তাতেই এবার বেশ অভিমানী তিনি। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা দিলীপের

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মোদীর জনসভায় নিমন্ত্রণ না পাওয়ার ব্যাপারটা নিজেই খোলসা করেছেন দিলীপ। তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, পার্টির বাইরের কর্মসূচি আমিই ঠিক করব। দল যেভাবে চলতে বলবে যেমন কাজ দেবে তেমন ভাবেই কাজ এগোনো হবে।” অর্থাৎ তাঁর কথার মধ্যে এটাই স্পষ্ট তিনি আজ মোদীর সভায় থাকছেন না। এমতাবস্থায় আজ অর্থাৎ শুক্রবার, সকালে দমদম বিমানবন্দরে দেখা গেল দিলীপ ঘোষকে। গন্তব্য নাকি বেঙ্গালুরু। শ্রী শ্রী রবিশঙ্কর জীর সঙ্গেই নাকি দেখা করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: পদ্মা নয়, বাংলাদেশের বাজারে চাহিদা বাড়ছে ভারতীয় ইলিশের! মিলছে হাফ দামে

এদিন বিমানবন্দরে বেঙ্গালুরুর উদ্দেশে যাওয়ার পথে বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে সাংবাদিকদের তরফ থেকে আজকের জনসভা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বললেন, “মোদী কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই। মোবাইলেও শোনা যাবে।” এরপরেই খানিক অভিমান নিয়ে বলেন “দল ঠিক সময়ে তাঁকেও কাজে লাগাবে।” উল্লেখ্য এর আগেও মোদীর জনসভার দিন দিলীপকে দিল্লিতে ডাকা হয়েছিল, সেখানে একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছিল। এদিকে দিনের পর দিন বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের মান যে আরও নিম্নতর হচ্ছে তা স্পষ্টতই ফুটে উঠছে রাজনৈতিক ময়দানে।

Leave a Comment