ওমানকে হারিয়ে সেমিতে ভারত, কিন্তু কাদের মুখমুখী হবে টিম ইন্ডিয়া? বুঝে নিন সহজ অঙ্ক

Asia Cup Rising Stars 2025 semi final team India opposition see the equation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেটা হওয়ার দরকার ছিল সেটাই হয়েছে। এশিয়া কাপ রাইজিং স্টারের (Asia Cup Rising Stars 2025) যোগ্যতা অর্জন ম্যাচে ওমানকে 6 উইকেটে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনাল দখল করেছে ভারতের এ দল। পাকিস্তানের কাছে পরাজয়ের পর যা ভারতের জন্য বিরাট সাফল্য বলাই যায়। মঙ্গলবারের ম্যাচ জেতার সাথে সাথে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শেষ চারের লড়াইয়ে ঢুকে পড়লেও সেমিতে ভারতীয় দলের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয়। যা নির্ভর করছে এ গ্রুপের চার দলের লড়াইয়ের উপর। বলাই বাহুল্য, গ্রুপ এ র দলগুলির মধ্যে যেই দল শীর্ষে থাকবে তাদের বিরুদ্ধে খেলবে ভারত।

সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে ভারতীয় দল?

এই মুহূর্তে এশিয়া কাপ রাইজিং স্টারের গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এ দল। এবছর ভারতীয় দল বি গ্রুপে রয়েছে। কাজেই তাদের সেমিতে মুখোমুখি হতে হবে এ গ্রুপের একটি দলের। না বললেই নয়, এই মুহূর্তে এ গ্রুপের পয়েন্ট টেবিলের সমীকরণ বেশ আকর্ষণীয়। বর্তমানে 2 ম্যাচের দুটিতেই জিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ এ দল। তাদের পয়েন্ট 4। একইভাবে দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। তালিকার একেবারে শেষে রয়েছে হংকং।

আজ অর্থাৎ বুধবার দুপুরে প্রথমেই ম্যাচ রয়েছে আফগানিস্তানে বনাম হংকং এ দলের। হিসেব বলছে, আফগানিস্তান যদি আজকের ম্যাচ জেতে তবে তারা উঠে আসবে শীর্ষ 2 এ। এক্ষেত্রে বলে রাখা দরকার, এবারের আসরে আফগানিস্তান এ দলের নেট রান রেট ভাল নেই। কাজেই প্রথম দুইয়ে জায়গা করতে হলে হংকংকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের।

অন্যদিকে, সন্ধ্যায় রয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এ দলের ম্যাচ। এই আসরে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে বা একতরফাভাবে বাংলাদেশকে হারিয়ে দেয় সেক্ষেত্রে তাদের মুখোমুখি হতে হবে আফগানিস্তানের। সেই আসরে যদি আফগানদের বড় ব্যবধানে হারানো যায় তবে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একইভাবে যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে আফগানিস্তানের মুখোমুখি হয় এবং সেখানেও যদি আফগানিস্তানকে পরাস্ত করে সেক্ষেত্রে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশই। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো সুযোগ রয়েছে আফগানিস্তানের হাতেও। কাজেই হংকং বাদে এ গ্রুপের তিন দলের কাছেই ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা টিম ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে তার উত্তর মিলবে আজকেই।

অবশ্যই পড়ুন: জাপানের মতো পরিস্কার, শৃঙ্খলা! ভারতের ‘রোল মডেল’ রাজ্যের প্রশংসা আনন্দ মাহিন্দ্রার

উল্লেখ্য, মঙ্গলবার টসে জিতে ওমানকে ব্যাট করতে পাঠায় ভারত। তাতে ভারতীয় বোলিং বিভাগের সামনে 7 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 135 রান তুলতে সক্ষম হয় প্রতিপক্ষ। জবাবে 17.5 ওভারে 6 উইকেট হাতে রেখে 138 রান করে দেয় জিতেশ শর্মাদের দল। তাতে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সরাসরি সেমিতে উঠলো টিম ইন্ডিয়া।

Leave a Comment