প্রীতি পোদ্দার, কলকাতা: ওমান সফরে গিয়ে ভিন্ন লুক নরেন্দ্র মোদীর (Narendra Modi)! ওমানের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যিদ শিহাব বিন তারিক আল সাইয়িদকে আলিঙ্গন করার সময় ডান কানে দেখা গেল সাদা দুল! মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই ছবি এবং ভিডিও। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে তবে কি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন অবতারে দেখা যাবে?
ভাইরাল ছবি প্রধানমন্ত্রীর
সম্প্রতি ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জর্ডন ও ইথিওপিয়ার সফর সেরে গতকাল অর্থাৎ বুধবার, দুই দিনের ওমান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ শিহাব বিন তারিক আল সাইদ উপস্থিত ছিলেন সেখানে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এদিকে সেখানে ওমানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বে নরেন্দ্র মোদীর এক ভিন্ন লুক নজরে আসে। ডান কানে সাদা রঙের দুল পরতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই বস্তুটিকে দুল হিসেবে পরিচয় দিলেও ঘনিষ্ঠভাবে দেখলে দেখা যাবে যে প্রধানমন্ত্রী কানে একটি অনুবাদ যন্ত্র পরে আছেন।
ত্রিদেশীয় সফরে নরেন্দ্র মোদী
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর এই ত্রিদেশীয় সফরের মূল উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা, ইথিওপিয়ার সংসদে ভাষণ এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ তাঁর এই সফরের অন্যতম অংশ। এর আগে প্রথম পর্যায়ে মোদি গত সোমবার দিল্লি থেকে তিন দেশের সফরে রওনা হয়েছেন। গত ১৫ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল হুসেনের আমন্ত্রণে জর্ডান সফরে এসেছিলেন তিনি। পরে দ্বিতীয় পর্যায়ে ১৬ থেকে ১৭ ডিসেম্বর ইথিওপিয়া সফরে গিয়েছিলেন তিনি, এবং শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে ১৭ থেকে ১৮ ডিসেম্বর ওমান সফরে এসেছেন। এটি তাঁর দ্বিতীয় ওমান সফর।
আরও পড়ুন: ‘৭.৭১ লক্ষ কোটি ঋণ, শিল্পের শ্মশানভূমি পশ্চিমবঙ্গ!’ হিসেব দিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর
প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝেমধ্যেই বিদেশ সফরে গিয়েছেন। তা নিয়ে তাঁকে বিরোধী কম খোঁচা দেননি। তবে এসব সফর যে আসলে বিদেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের অনুকূলই হয়েছে, তারও প্রমাণ মিলেছে বারবার। এবার বছরশেষে তাই তিন মহাদেশের তিন দেশে গেলেন প্রধানমন্ত্রী, যা ভবিষ্যতে নতুন গতিসঞ্চার করতে সাহায্য করবে