ওয়ানডে ভারতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না! দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে বোঝালেন বিরাটরা

South Africa lost to India India Vs South Africa 3rd ODI result

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ একেবারে ধবলধোলাই। দ্বিতীয় ওয়ানডে (India Vs South Africa) জয়ের পর ভারতকে লাল চোখ দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শনিবার ঘরের মাঠে দাঁড়িয়ে সেই দক্ষিণ আফ্রিকাকেই গুটিয়ে দিল ভারত। ম্যাচের একেবারে শুরু থেকেই গায়ে কাঁটা দেওয়া বোলিং দেখিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ঝকঝকে ব্যাটিং দিয়ে প্রতিপক্ষের জয়ের আশায় জল ঢেলে দিল মেন ইন ব্লু। যার জেরে টেস্টে ক্ষমতা দেখালেও সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে চলল না দক্ষিণ আফ্রিকার জারি জুরি। শেষ ওয়ানডেতে সহজ জয় তুলে সিরিজ পকেটস্ত করল রাহুলের দল।

দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারাল ভারত

একটানা 20টি ওয়ানডে ম্যাচে টস হারের পর শনিবার দীর্ঘ খরা কাটিয়ে উঠেছিল কে এল রাহুলের ভারত। এদিন বহু চড়াই উতরাই পেরিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। সেই মতোই, বল হাতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমেই ধাক্কা দিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও সেই ধাক্কা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ভারতের প্রতিপক্ষ। এদিন দলের হয়ে ওপেনিং করতে নামা দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডিকক একার হাতে 89 বলে 106 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন।

অন্যদিকে ভারতের শক্ত সমর্থক বোলিংয়ের সামনে টিকে থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। এদিন তাঁর ব্যাট থেকে 48 রানের যোগদান পেয়েছিল প্রোটিয়ারা। এরপর থেকে যারাই এসেছেন ভারতের ঘূর্ণিঝড়ের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি কেউই। শেষ পর্যন্ত নিঃশ্বাস চেপে লড়ে 270 রান তুলতে পেরেছিল বিদেশিরা। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে ব্যাটে ঝোড়ো হওয়া তোলেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। ভারতের ইনিংস দেখে মনে হচ্ছিল হয়তো বিনা উইকেটেই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য পূরণ করে দেবে তারা।

অবশ্যই পড়ুন: তাজ্জব গোটা বিশ্ব! প্রথম সমুদ্রের নিচে সবচেয়ে দীর্ঘ ও গভীর রাস্তা তৈরি করছে এই দেশ

শনিবার হাজারো সমালোচনাকে উপেক্ষা করে 73 বলে 75 রান করে ফেলেছিলেন রোহিত শর্মা। আর কিছুটা খেলতে পারলেই সেঞ্চুরিও করে ফেলতেন তিনি। তবে সেটা হলো না। রোহিত শর্মার উইকেট পড়তেই প্রথম ধাক্কা খায় টিম ইন্ডিয়া। যদিও তাতে জয় খুঁজতে খুব একটা সমস্যা হয়নি নীল বাহিনীর। রোহিত চলে গেলেও বিরাটের সাথে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার নাভিশ্বাস তুলে দেন জয়সওয়াল। আজ দীর্ঘদিন পর ফের তাঁকে ছন্দে ফিরতে দেখল ক্রিকেট দুনিয়া। শনিবার মাত্র 111 বলে বহু অপেক্ষিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী। অন্যদিকে পরপর দুই সেঞ্চুরি খাতায় যোগ করে শেষ ম্যাচেও নিজের ক্ষমতা দেখালেন বিরাট কোহলি। সেঞ্চুরি না হলেও শনিবার কোহলির হাত থেকে 65 রানের বিরাট ইনিংস উপহার পেয়েছে দল। আর সেই সূত্র ধরেই দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে বধ করল রোকোর ভারত।

Leave a Comment