ওয়েবসাইটে বাবার নাম ভুল! মালদায় হৃদরোগে মৃত্যু এক তৃণমূল কর্মী বরকত শেখের

SIR Panic

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শুরুর পর থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি লেগেই রয়েছে। বিভিন্ন জেলায় ভুল তথ্য, সংশোধনে বিলম্ব ও অনিশ্চয়তা নিয়ে অভিযোগ উঠছে এক অপরের বিরুদ্ধে। এমনকি নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তোলা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, এই প্রক্রিয়া ঘিরে আতঙ্কে বহু মানুষ মানসিক চাপের শিকার হচ্ছেন, তাই বেশ কয়েক জায়গায় আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে। এবার ভোটার তালিকায় বাবার নাম ভুল থাকায় আতঙ্কিত (SIR Panic) হয়ে হৃদরোগে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর।

তালিকায় ভুল নাম থাকায় আতঙ্কিত

জানা গিয়েছে, বছর ৩২ এর তৃণমূল কর্মী বরকত শেখের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত কালিয়াচক-৩ নম্বর ব্লকের চকসেহেরদি গ্রামে। তাঁর বাবার নাম ছিল রশুল শেখ। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইডে দেখা যায় তাঁর বাবার নামের জায়গায় রশুল শেখের পরিবর্তে কেবল ‘শেখ’ লেখা রয়েছে। এদিকে SIR প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে বাবা-মায়ের নাম ভুল থাকলে SIR ফর্মে সমস্যা দেখা দেবে। ফলে ব্যাপক দুশ্চিন্তা গ্রাস করেছিল বরকতকে। কীভাবে এই নাম সংশোধন হবে, তাই নিয়ে বিভিন্ন জায়গায় যেতেও শুরু করেছিলেন তিনি। গতকালও বিডিও অফিসে গিয়েছিলেন কিন্তু এই বিষয়ে কোনও সুরাহা হয়নি। শেষে ভয় এবং আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন।

হৃদরোগে মৃত্যু তৃণমূল কর্মীর

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ তৃণমূল কর্মী বরকত শেখ যখন বিডিও অফিস থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় তিনি আচমকা মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। আশেপাশের লোকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন, এমনই প্রাথমিক মত চিকিৎসকের। পরিবারকে বরকত এর মৃত্যুর ঘটনা জানাতেই ভেঙে পরে। এদিকে SIR আতঙ্কে মৃত্যু হওয়ার ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে।

আরও পড়ুন: প্রতি বিধানসভা থেকে দিনে ১০০ জনকে ডাক, SIR শুনানি নিয়ে বড় আপডেট কমিশনের

বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভুল তথ্য ও সংশোধন নিয়ে অনিশ্চয়তা বরকতের মনে ভয় তৈরি করেছিল। সংশোধনের নিশ্চয়তা না পাওয়াতেই মানসিক চাপ চরমে পৌঁছয়। নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন মালদহের জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। এদিকে কমিশনের সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা, তথ্য যাচাই ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। যদিও এই ঘটনায় নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment