সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আলোচনায় উঠে আসলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অভিনেত্রীকে খুশি মুখার্জী এবার বড়সড় অভিযোগ করলেন তাঁর সম্পর্কে (Khushi Mukherjee on Surya Kumar Yadav)। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সূর্যকুমার যাদব তাঁকে মেসেজ করতেন। কিন্তু এখন তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই। খুশির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, এবং নেটিজেনরা একের পর এক বক্তব্য রাখতে থাকে।
সূর্যকুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খুশি মুখার্জীর
জানিয়ে রাখি, অভিনেত্রী খুশি মুখার্জী তাঁর পোশাক স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় সব সময় শিরোনামে থাকেন। এমনকি রিয়েলটি সিরিজ এমটিভি স্প্লিটসভিলাতেও তিনি কাজ করেছেন। তবে সম্প্রতি এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি কোন ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চান। উত্তরে তিনি জানান, তিনি লিঙ্ক খুব একটা পছন্দ করেন না। কিন্তু এন্টারটেইনমেন্টে শেয়ার করা একটি ভিডিওতে তিনি বলেছেন, আমি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চাই না। অনেক ক্রিকেটারই আমার পেছনে লেগেছে। সূর্যকুমার যাদব তো আমাকে এক সময় মেসেজ করতেন। কিন্তু এখন আমরা খুব একটা কথা বলি না এবং যোগাযোগ নেই।
আরও পড়ুন: কারখানার মধ্যে সহকর্মীর গুলিতে খুন হিন্দু যুবক! ময়মনসিংহে ফের সংখ্যালঘু নির্যাতন
জানিয়ে রাখি, বৈকুন্ঠ একাদশী উপলক্ষে ভারতীয় ক্রিকেটার সূর্য তাঁর স্ত্রীরকে নিয়ে অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেম। তিরুমালা তিরুপতি দেবস্থানম প্রশাসন তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও করে দেয়। সেই সময় তাঁরা ভগবান ভেঙ্কটেশ্বরের পুজো করেন এবং বৈকুণ্ঠ ধাম দর্শন করেন। এদিকে মন্দিরে উপস্থিত ভক্ত এবং কর্মীরা তাঁদেরকে অভ্যর্থনা জানান। সরলতার মাধ্যমেই তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। দর্শনের পর মন্দিরের রঙ্গনায়কুলাবরী মন্ডপে পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদন নেন তাঁরা। তারপর ভগবানকে পোশাক অর্পণ এবং প্রসাদ প্রদান করেন। তবে সম্প্রতি খুশি মুখার্জীর বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।