“ও আসল কালপ্রিট”, যুবভারতী কাণ্ডে মেসিকেই দোষারোপ করলেন সুনীল গাভাস্কার!

Sunil Gavaskar On Lionel Messi he blames footballer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ভারত সফরে এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সেই সফর শেষ করে ইতিমধ্যেই নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়েছেন তিনি। তবে লিও ফিরে গেলেও শেষ হল না তাঁর সফর ঘিরে যুবভারতীতে তৈরি হওয়া বিশৃঙ্খলা চর্চা! আজও আলোচনায় ফুটবলের মক্কার অশান্তি! এরই মাঝে এবার সরাসরি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিশানা করে বসলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar On Lionel Messi)। সানির দাবি, ও আসল কালপ্রিট!

মেসিকে কাঠগড়ায় তুললেন সুনীল গাভাস্কার!

Cricexec এর এক প্রতিবেদন অনুযায়ী, সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনা নিয়ে এবার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে দায়ী করে বসলেন সুনীল গাভাস্কার। ভারতীয় দলের প্রাক্তন সদস্য জানালেন, “কলকাতার সল্টলেক স্টেডিয়ামের সাম্প্রতিক পর্বের কথা বলতে চাই। আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি তাঁর প্রতিশ্রুতির চেয়ে অনেক কম সময় মাঠে ছিলেন। এই কারণে সকলের উপর দোষ চাপানো হচ্ছে। এদিকে রেহাই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনি। তাঁকে ছাড়া সকলকেই দোষ দেওয়া হচ্ছে।”

সানির বক্তব্য, “যিনি প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হলেন তাঁকে দোষ না দিয়ে বাকিদের দোষ দিচ্ছে সবাই। মেসির চুক্তি কী ছিল সেটা সকলের জানা নেই। তবে সেখানে যদি তাঁকে এক ঘন্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা বলা হয়ে থাকে, তবে তিনি সেই সময়ের অনেক আগেই ভক্তদের হতাশ করে সেখান থেকে চলে গিয়েছেন। এদিকে নিজে তো ভাল টাকাই নিয়ে নিলেন। এখানে আসল অপরাধী মেসি এবং তাঁর দলবল!”

অবশ্যই পড়ুন: নিতে চেয়েছিল KKR, ছিনিয়ে নেয় CSK! সেই কার্তিক শর্মার জীবন সংগ্রামের কাহিনী কাঁদিয়ে দেবে

গাভাস্কারের আরও বক্তব্য, “মেসির কি শুধু স্টেডিয়ামে হাঁটার কথা ছিল! পেনাল্টি কিক বা জাগলিংয়ের মতো কিছু করে দেখাবেন সেটাও সকলের আশা ছিল। যদি সেটা করতেন তাহলে আশেপাশের লোকজন এমনই সেখান থেকে সরে যেত। তাতে দর্শকরা অনুষ্ঠানের মূল আকর্ষণ মেসিকে ঠিক দেখতে পেতেন। কিন্তু তেমনটা হয়নি। অন্যান্য অনুষ্ঠান গুলি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সেখানে মেসি তার কথা রেখেছিলেন… তাই কলকাতার দর্শকদের দোষ না দিয়ে মেসি এবং উদ্যোক্তারা প্রতিশ্রুতি পূরণ করেছিলেন কিনা তা খতিয়ে দেখার দরকার!”

Leave a Comment