‘ও কুকুরের মাংস খেয়েছে.. তাই ঘেউ ঘেউ করছে’, আফ্রিদির নোংরামি বন্ধ করেছিলেন ইরফান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছে আফ্রিদি.. কথাগুলো বলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। এবার সে কথাই সংবাদমাধ্যমের সাথে ভাগ করে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

সম্প্রতি সংবাদমাধ্যম লাল্লানটপের এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান বলেছিলেন, 2006 দলে ভারতীয় দল পাকিস্তান সফর করার সময় শাহিদ আফ্রিদি বড্ড বাড়াবাড়ি করছিলেন।

ইরফানের কথায়, 2006 সালে পাকিস্তান সফরের সময় করাচি থেকে লাহোরে যাচ্ছিলাম আমরা। সেই সময় পাকিস্তান এবং ভারত দুই দলই একসাথে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

ঠিক সেই সময়ে আফ্রিদি এসে আমার মাথায় হাত রাখে। চুল নাড়িয়ে প্রশ্ন করে, বাচ্চা কেমন আছিস? তবে সেই প্রশ্নে নাকি পাত্তাই দেননি ইউসুফ পাঠানের ভাই ইরফান। তবে পরে যোগ্য জবাব দিয়েছিলেন তিনি।

আফ্রিদিকে যোগ্য জবাব ইরফানের

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান বলেন, ভারতীয় দলের পাকিস্তান সফরে সে বছর আফ্রিদির নোংরামিটা বেড়ে গিয়েছিল। সে যখন আমার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করল ভাই কেমন আছিস! আমি ভাবছিলাম যে তুই কখন আবার আমার বাবা হয়ে গেলি।

যদিও আমি ওর সাথে একটাও কথা বলিনি। তারপর নাকি ইরফানকে বেশ কিছু ভুলভাল কথাও বলেছিলেন আফ্রিদি। প্রাক্তন ভারতীয় তারকার বক্তব্য, আফ্রিদির নোংরামির পাল্টা জবাব দেওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল আব্দুল রাজ্জাকের। তাঁকে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে কী ধরনের মাংস পাওয়া যায়?

উত্তরে সে জানায়, এখানে মূলত বিভিন্ন রকমের পশুর মাংস পাওয়া যায়। এরপরই ইরফান জানতে চান, পাকিস্তানে কুকুরের মাংস বিক্রি হয় কিনা। এ কথা শুনে অবাক হয়ে যান রাজ্জাক। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বলে বসেন, ইরফান তুমি এমন প্রশ্ন কেন করছ? এরপরই পাঠানের তরফে উত্তর আসে, ও (আফ্রিদি) কুকুরের মাংস খেয়েছে। সেজন্যেই অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে।

অবশ্যই পড়ুন: মোক্ষম তাস লুকিয়ে রেখেছেন ব্রুজো, ডার্বির আগে কোনওমতেই করবেন না ফাঁস

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরফান বলেছিলেন, আমার এমন মন্তব্য শুনে দ্বিতীয় কোনও কথা বলেনি আফ্রিদি। ও যদি কিছু বলতেও চাইত আমি আবার ওকে একই কথা শোনাতাম। বলতাম, দেখো আফ্রিদি আবার ঘেউ ঘেউ করছে.. এদিন সাক্ষাৎকার চলাকালীন ইরফান জানান, আমি তাঁকে ওই কথাটা বলার পর সে বিমানেও চুপ করেছিল। কোনও শব্দ করেনি। আমি বুঝেছিলাম মুখে মুখে লড়াইয়ে ও আমার সাথে পারবে না।

Leave a Comment