কংগ্রেসকে ধোঁকা! উপরাষ্ট্রপতি নির্বাচনে একধাক্কায় ১১ ভোট বাড়ল NDA-র

Vice President Election 2025 NDA votes increased by 11 big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর আজ, মঙ্গলবার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election 2025)। এক পাশে শাসক দল NDA জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন কার্যত উপরাষ্ট্রপতি হিসেবে নিশ্চিত। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সুদর্শন রেড্ডি শেষ চেষ্টা করছেন। আদতে কে উপরাষ্ট্রপতি হবেন সেই চিত্রটা স্পষ্ট হবে মঙ্গলবার রাতেই। আর তার ঠিক আগে ওয়াইএসআরসিপি সভাপতি জগন মোহন রেড্ডির সমর্থন পেলেন NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। আর তাতেই এবার NDA শিবিরের ভোট সরাসরি 11টা বেড়ে গিয়েছে।

জগন মোহন রেড্ডির পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ কংগ্রেস

হঠাৎ, NDA প্রার্থীকে সমর্থনের কারণে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বিরোধী শিবিরে। ইতিমধ্যেই কংগ্রেস নেতা মানিকম ঠাকুর তার X হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, অন্ধ্রপ্রদেশের মানুষ তাঁর ( জগন মোহন রেড্ডির) বিশ্বাসঘাতকতা কোনও দিনও ভুলবেনা! কংগ্রেস নেতার বক্তব্য, ইতিহাস জগন মোহন রেড্ডির বিশ্বাসঘাতকতার কথা মনে রাখবে। উপরাষ্ট্রপতি পদের জন্য RSS সমর্থিত প্রার্থীকে সমর্থন জানিয়ে তিনি অন্ধ্রপ্রদেশের স্বার্থের পরিবর্তে সিবিআই মামলা থেকে বাঁচার পথ খুঁজছেন।

এদিন সমাজ মাধ্যমের পাতায় হাত-শিবিরের নেতা আরও লেখেন, এটি কোনও কৌশলের বিষয় নয়। এটা আসলে গণতান্ত্রিক শক্তির সাথে দাঁড়ানোর পরিবর্তে মোদি বাবুর চাপের কাছে আত্মসমর্পণ করা। আরেকটি ভিন্ন পোস্টে, কংগ্রেস নেতা ঠাকুর সমস্ত সাংসদদের কাছে সংবিধান বাঁচাতে কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

কখন শেষ হবে ভোটগ্রহণ পর্ব?

মঙ্গলবার, সকাল 10টায় শুরু হয়েছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টা থেকে শুরু হবে ভোট গণনা। বিশেষজ্ঞ মহলের দাবি, ভোটের অঙ্ক যদি ঠিক থাকে সেক্ষেত্রে NDA জোটের প্রার্থী তথা মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত। যদিও এবারের নির্বাচনে শাসক-বিরোধী দুপক্ষেরই নজর মার্জিনের দিকে। যদিও শুধুমাত্র সেটুকু নিয়েই সন্তুষ্ট নয় বিজেপি। বর্তমানে 425টি ভোট পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে গেরুয়া শিবির।

কারণ, প্রত্যেক সংসদ সদস্য গোপন ব্যালটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। এর অর্থ সাংসদরা তাদের ইচ্ছে অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও বাস্তব অভিজ্ঞতা বলে, আসলে দলীয় মতাদর্শ থেকেই ভোট দিয়ে থাকেন সাংসদরা। কিন্তু সে ক্ষেত্রেও ক্রস ভোটিং রয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দল আগে বেশ কয়েকবার কংগ্রেস এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি অতীতে বেশ কয়েকবার বিজেপিকে সমর্থন করেছে। যদিও এবার জগন মোহন বিজেপিকে সমর্থন করে নিজের পুরনো অতীত বদলে ফেলেছেন।

প্রসঙ্গত, চলতি বছর বর্তমান রাজ্যসভার 239 জন এবং লোকসভার 582 জন সদস্য মিলিয়ে মোট দুই কক্ষের 786 জন সদস্যের প্রত্যেকেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 394টি ভোট। তবে যদি আসন সংখ্যার নিরিখে দেখা যায় সে ক্ষেত্রে সংসদের দুই কক্ষেই NDA জোটের পাল্লা ভারী।

বিস্তারিত ভাবে বলতে গেলে, লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন NDA এর সাংসদ রয়েছেন মোট 293 জন। একইভাবে রাজ্যসভায় গেরুয়া সমর্থিত জোটের সমর্থনে রয়েছেন 129 জন। সেই হিসেব করে যদি চলা যায় সে ক্ষেত্রে, NDA জোটের পক্ষে রয়েছে 422 জন সদস্য। যার মধ্যে ওয়াইএসআর কংগ্রেসের 11 জন সাংসদ ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বাধীন NDA জোটের প্রার্থীকে সমর্থন ঘোষণা করেছেন। ফলে হিসেব বলছে, সর্বসাকুল্যে উপরাষ্ট্রপতি নির্বাচনে 433টি ভোট পেতে পারেন NDA জোটের প্রার্থী রাধাকৃষ্ণন। যদিও সবটাই পরিষ্কার হবে, আজ রাতেই।

 

অবশ্যই পড়ুন: হঠাৎ মাঝরাতে হাসপাতালে ছুটলেন রোহিত শর্মা! কী হয়েছে হিটম্যানের? চিন্তায় ভক্তরা

বলা বাহুল্য, NDA জোটের পর কংগ্রেসের ইন্ডিয়া জোটের প্রার্থী 313 জন বিরোধী সাংসদের ভোট পেতে পারেন বলেই আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই সুদর্শন রেড্ডিকে সমর্থনের কথা জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল। ফলে আপের 12 জন সাংসদের ভোট মিলিয়ে 325 জনের ভোট পেতে পারেন ইন্ডিয়া জোটের প্রার্থী। জিততে না পারলেও তিন শতাধিক ভোট টানাই এখন বিরোধী জোটের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment