সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই খড়্গপুর-মোড়গ্রাম এক্সপ্রেসওয়ে (Kharagpur–Morgram Expressway) নিয়ে সামনে আসছে নিত্যনতুন আপডেট। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। এবার এই প্রকল্পের ক্ষেত্রে সামনে এল বড় তথ্য। জানা গিয়েছে, এই জাতীয় সড়কটি একবার নির্মাণ হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। উপকৃত হবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, খড়গপুর-মোড়গ্রাম করিডোরটি একটি প্রস্তাবিত ৪-লেনের রাস্তা, যা ২৩১ কিলোমিটার দীর্ঘ হবে হাইব্রিড অ্যানুইটি মোডে (HAM) তৈরি হবে। যার মোট ব্যয় হবে আনুমানিক ১০,২৪৭ কোটি টাকা। তবে এবার শোনা যাচ্ছে, এই প্রকল্পের কাজের অগ্রগতির জন্য বিশেষ ক্যাম্প বসেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
খড়্গপুর-মোড়গ্রাম জাতীয় সড়ক প্রকল্পে নয়া আপডেট
অনেকেই হয়তো জানেন না যে এই খড়গপুর থেকে মোড়গ্রাম অবধি যে সড়ক নির্মাণ হবে সেটি হবে গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে। অর্থাৎ একপ্রকার সবুজের সমাহার থাকবে রাস্তাজুড়ে। এক রিপোর্ট অনুযায়ী, NH116A এই রোড একদম খড়্গপুরের বোম্বে রোড থেকে শুরু করে যুক্ত করবে মুর্শিদাবাদের NH-12 মোড়গ্রামকে। ইতিমধ্যেই মেদিনীপুর কংসাবতী নদীর কাছে তৈরি হচ্ছে ক্যাপ ব্রিজ, সেখানে ব্রিজ নির্মাণের সমস্ত জিনিসপত্র থাকবে। সেইসঙ্গে এসে পৌঁছেছে মালবোঝাই বহু লরি।
আরও পড়ুনঃ ৩৮ টাকা বাড়ল ঘরোয়া LPG সিলিন্ডারের দাম!
এছাড়াও শোনা যাচ্ছে, আরো অনেক জায়গাতেই বাটি টেস্টিং এর কাজ চলছে, কাজ চলছে জয়রামবাটি হলদির কাছেও। এই নতুন সড়ক পথের মাধ্যমে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগ হবে আরো উন্নত হবে বলে আশাবাদী মানুষ। এদিকে সড়কের জন্য চলছে জমি অধিগ্রহণের কাজও।
চলছে জমি অধিগ্রহণের কাজ?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় ৯৮০ একর জমি অধিগ্রহণ করা হবে। জেলার উপর দিয়ে ৪৩ কিলোমিটার রাস্তা তৈরি হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলার খণ্ডঘোষ, গলসি, ভাতার, মঙ্গলকোট এবং কেতুগ্রাম হয়ে জাতীয় সড়ক মুর্শিদাবাদে পৌঁছবে। রাস্তা তৈরির কাজ শেষ হলে ব্যবসায়ীরাও উপকৃত হবেন। অধিকাংশ মালিক জমি দিতে রাজি রয়েছেন।