কংসাবতী, শিলাবতী নদীর উপর নতুন ব্রিজের কাজ শুরু, কবে হবে শেষ? সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

bridge

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সাধারণ মানুষকে নববর্ষের উপহার দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কংসাবতী এবং শিলাবতী নদীর ওপর অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজ (Bridge) তৈরির কাজ শুরু হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পশ্চিম মেদিনীপুরের দুটি গুরুত্বপূর্ণ নদী হল এই কংসাবতী ও শিলাবতী নদীর। এখন এই দুই নদীর উপরে শুরু হলো দু’টি নতুন ব্রিজ তৈরির কাজ।

শুরু হল কংসাবতী, শিলাবতী নদীর ওপর ব্রিজ তৈরির কাজ

জানা গিয়েছে, পুরোনো ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে এই ব্রিজ তৈরি হবে। বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদের মোরগ্রাম থেকে ওডিশার বালেশ্বর পর্যন্ত বিস্তৃত। এই সড়কেই মোহনপুরের দেশপ্রাণ বীরেন্দ্র সেতু এবং গড়বেতার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে ওই ব্রিজ দু’টি। এই দুটি ব্রিজ তৈরি করতে ১৫৮ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। ব্রিজ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, ‘জমি অধিগ্রহণ, টেন্ডার প্রক্রিয়া, ওয়ার্ক অর্ডারের কাজ শেষ হয়ে গিয়েছে। চলতি ডিসেম্বর থেকেই কাজ শুরু করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত গোড়াই এই সময় অনলাইন-কে জানিয়েছেন, ‘দায়িত্বপ্রাপ্ত সংস্থার দু’টি ইউনিট যথাক্রমে মোহনপুরে ও ধাদিকায় একসাথে কাজ করছে।’

আরও পড়ুনঃ পৌষমেলায় হাওড়া থেকে চলবে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি ও স্টপেজ

কবে খুলবে ব্রিজ দুটি?

এর আগে চলতি বছরের মাঝামাঝি সময়ে শোনা গিয়েছিল কংসাবতী নদীর উপর একটি নতুন সেতুর নির্মাণকাজ শীঘ্রই শুরু হতে চলেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রকল্পের জন্য তহবিল বরাদ্দ করে। তবে, শিলাবতী নদীর তীরে বসবাসকারী বাসিন্দারা, পাশাপাশি স্থানীয় দোকানদাররাও আশঙ্কা করেছিলেন যে নির্মাণকাজ শুরু হওয়ার পরে তাদের উচ্ছেদের মুখোমুখি হতে হতে পারে। তবে সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আশ্বস্ত করেন কাউকে উচ্ছেদ করা হবে না।

আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর বন্ধ হবে রাজ্য সরকারের এই প্রকল্প, মহিলাদের ১০,০০০ টাকা পাওয়ার শেষ সুযোগ

এদিকে এসবের মাঝেই অবশেষে ব্রিজ তৈরির কাজে হাত দিল প্রশাসন। ব্রিজ দু’টি ৪ লেনের হবে। ২১ থেকে ২২ মিটার চওড়া হবে প্রতিটি ব্রিজ। দেড় কিলোমিটার দীর্ঘ হবে ব্রিজ দু’টি। আধিকারিকরা জানিয়েছেন, বীরেন্দ্র সেতু এবং ধাদিকা ব্রিজের পাশেই ব্রিজ দুটি তৈরি হবে। জানা গিয়েছে, কংসাবতী নদীর উপরে ব্রিজটি খড়্গপুরের মোহনপুর থেকে শুরু করে মেদিনীপুরের গ্লোকাল নার্সিংহোমের সামনে শেষ হবে। এই দুটি ব্রিজ নতুন বছরে বা ২০২৭ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে খবর। এই দুটি ব্রিজ তৈরি হয়ে সকলের জন্য খুলে দিলে সাধারণ মানুষ ব্যাপকভাবে লাভবান হবেন বলে আশাবাদী প্রশাসন।

Leave a Comment