কঠোর হল নিয়ম! বার্থ সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের

Birth Certificate Correction Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তনের ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসছে। কখনও কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার নাম পরিবর্তন করা হচ্ছে তো আবার কেউ জাল সার্টিফিকেট বানিয়ে অসৎ কাজ করে চলেছে, যা নিয়ে হামেশাই খবর উঠে আসে শিরোনামে। আর তাই এই অনিয়ম রুখতেই এবার রাজ্য সরকার এক বড় পদক্ষেপ নিল। এখন থেকে জন্ম শংসাপত্রে আর ইচ্ছেমত নাম পরিবর্তন করা যাবে না।

সংশোধনের ক্ষেত্রে বড় পদক্ষেপ

কলকাতা টিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকা মাধ্যমে জানা গিয়েছে, এখন থেকে জন্ম সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হতে চলেছে। ইতিমধ্যেই এই নয়া নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), জেলাশাসক (DM) এবং কলকাতা পৌরসংস্থার কমিশনারকে পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যদি শিশুর জন্মের সময় তার নাম নথিভুক্ত না করা হয় এবং পরে নাম যুক্ত করার প্রয়োজন হয়, তবে তার জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে হবে।

কোথায় আবেদন করতে হবে?

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সেই নির্দেশিকায় জন্ম শংসাপত্র নিয়ে বেশ কয়েকটি নিয়ম জারি করা হয়েছে। বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়, তাহলে সন্তানের রেজিস্টার্ড নাম পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এমনকি যদি বাচ্চার নামের বানানে বা টাইপ করার সময় কোনো ভুল হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট কিছু নথি জমা দিয়েই তা সংশোধন করা যাবে। আর এই গোটা প্রক্রিয়া এখন রাজ্য সরকারের জন্ম-মৃত্যু নিবন্ধন পোর্টালের মাধ্যমে করা যাবে। এই অনলাইন পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা রক্ষা করা হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: টানা ২-৩ সপ্তাহ বৃষ্টি! নামছেই না জল, চরম ভোগান্তির ছবি হাওড়ায়

নতুন নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের তরফে পরিবারগুলির উদ্দেশে জানানো হয়েছে, যেসব পরিবার নবজাতকের জন্ম শংসাপত্রের জন্য আবেদন করবেন, সেটি যাচাই করবেন সংশ্লিষ্ট এলাকার আশা কর্মীরা। যাচাইকরণের ক্ষেত্রে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সন্তানের পরিচয় ও বসবাস সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন এবং একটি প্রতিবেদন তৈরি করে তা পাঠাবেন BMOH-এর কাছে। সেই রিপোর্ট যাচাই করে তবেই অনুমোদন দেবেন ব্লক মেডিক্যাল অফিসার। যদি অনলাইনে জমা পড়া রিপোর্ট BMOH যাচাই না করে তাহলে সেই পরিবারকে শংসাপত্র দেওয়া হবে না।

Leave a Comment