সহেলি মিত্র, কলকাতাঃ কনকনে শীতের মাঝে আজ বাংলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করল আবহাওয়া দফতর। এর পাশাপাশি শীতের কামড়ও বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া বিজ্ঞানীদের তরফে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পশ্চিমা হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমে যাওয়ায় এখন পর্যন্ত বাংলায় ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। উপকূলীয় জেলাগুলিতে ভোরে ঘন কুয়াশা পড়তে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আজ শনিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। শনিবার পুরুলিয়া থেকে শুরু করে করে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ জেলায় তীব্র ঠান্ডার দাপট থাকবে। এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমল করবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ খানিকরা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন দার্জিলিং, কালিম্পং জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের দাপট বিরাজ করবে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। পার্বত্র অঞ্চলের ক্ষেত্রে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর। সপ্তাহ শেষে এবং আগামী সপ্তাহে আরও কিছুটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ পারদ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা পরিলক্ষিত হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। পারদ আরও কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভোরে ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে রাজ্যের পশ্চিমাঞ্চল — বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ঠাণ্ডা বিরাজ করবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, যে আগামী পাঁচ দিন ধরে বাংলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বা উল্লেখযোগ্য কুয়াশার কোনও সম্ভাবনা নেই। রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু অংশে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।