সহেলি মিত্র, কলকাতা: এবার মেয়েদের বড় হওয়া নয়, একদম জন্ম নেওয়ার পর থেকেই আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। দেওয়া হবে ২৫,০০০ টাকা। এখনও অবধি যখন সমাজে মেয়েদের লক্ষ্মীর সমান ধরা হয়, তখন অন্যদিকে কিছু মানুষ কন্যা সন্তান মানেই বোঝা ভাবেন। এমনকি জন্মের আগে বা জন্মের পর হয় মেরে ফেলে নয়তো কোথাও ফেলে দিয়ে আসে। তবে এবার এই প্রবণতা রুখতেই ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা’র (Kanya Sumangala Yojana) সূচনা করল উত্তরপ্রদেশ সরকার। চলুন আরও বিশদে জেনে নেবেন।
জন্মের পরেই কন্যা সন্তান পাবে ২৫,০০০ টাকা
আজ কথা হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা’ নিয়ে যেটি কিনা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। এটি একটি সুপারহিট প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছে। উত্তর প্রদেশের ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা’-এর মাধ্যমে সকলের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে। ২০১৯ সালে ধনতেরাসের শুভ দিনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে চালু করা এই যোজনাটি কেবল আর্থিক সাহায্য নয়, বরং কন্যাদের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করছে বলে মত অনেকের।
সরকার জানিয়েছে, জন্ম থেকে স্নাতক পর্যন্ত ছয়টি ধাপে মোট ২৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পটি “সবকা সাথ, সবকা বিকাশ” এর চেতনাকে আরও সকলের কাছে তুলে ধরা হয়। বর্তমান সময়ে ২৫ লক্ষেরও বেশি কন্যা এর সুবিধা গ্রহণ করেছে।
এই জেলার মানুষ বেশি আবেদন করেছেন
সম্প্রতি একটি তথ্য উঠে এসেছে যেখানে কন্যা সুমঙ্গলা যোজনার মাধ্যমে বাগপতের ১৮৯১১ কন্যার অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে। ছয়টি পর্যায়ে সুবিধা দেওয়া হয়। এখন পরবর্তী পর্যায়ের সুবিধা দেওয়ার জন্য ১৩১২০ মেয়েদের ভাইবোন আছে কিনা তা যাচাই করা হবে। যদি সমীক্ষায় উঠে আসে কারোর ভাইবোন আছে তাহলে সেই কন্যাদের যোজনার আওতায় থেকে বাদ দেওয়া হবে।
কন্যা সুমঙ্গলা যোজনার মাধ্যমে প্রতিটি যোগ্য কন্যা ছয় পর্যায়ে মোট ২৫ হাজার টাকা পায়। কন্যার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, যেখানে তাদের ধাপে ধাপে টাকা জমা হয়। প্রথম পর্যায়ে কন্যার জন্মের সময়, দ্বিতীয় পর্যায়ের টাকা এক বছরের মধ্যে টিকাকরণের সম্পন্ন হলে, তৃতীয় পর্যায়ের টাকা বিএসসি-তে ভর্তির সময়, চতুর্থ পর্যায়ের টাকা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময়, পঞ্চম পর্যায়ের টাকা নবম শ্রেণিতে ভর্তির সময় এবং শেষ ষষ্ঠ পর্যায়ের টাকা উচ্চ শিক্ষায় পড়াশোনা চালিয়ে যাওয়ার সময় দেওয়া হয়।