কন্যা সন্তানের মা হল নাবালিকা! বাবা কে? ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে

Barasat

প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিকবার ধর্ষণের জেরে কন্যা সন্তান প্রসব করল এক নাবালিকা! ভয়ংকর নৃশংসমূলক ঘটনা ঘটল বারাসতে (Barasat)। তীব্র পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে আসার পর কন্যা সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। তাতেই তাজ্জব পরিবার। সদ্যোজাত শিশুর জন্মের পর প্রশ্ন উঠে আসে সন্তানের বাবা কে? একাধিক জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে এক প্রভাবশালী পদাধিকারী তৃণমূল নেতার ভাইপোর নাম।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী, বারাসাত কদম্বগাছির উলা গ্রামে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেখানকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে। অভিযোগ, চলতি মাসের ১৯ তারিখ তীব্র পেটের ব্যথায় ব্যাকুল হয়ে পড়ে ওই নাবালিকা। এরপরে পরিবার ও অন্যান্যরা তাকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান, ওই পড়ুয়া সন্তানসম্ভবা। এরপর গত বুধবার অর্থাৎ ২৭ আগস্ট বারাসাত জেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেয় ১৪ বছরের নাবালিকা পড়ুয়া। কিন্তু প্রশ্ন উঠেছিল কে এই সন্তানের বাবা? পরে নাবালিকাকে জোর দিতেই তিনি তার পরিবারকে জানায়, ইমরান মোল্লার কথা।

তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে একাধিক অভিযোগ

বারাসতে ধর্ষিতা নাবালিকার এইরূপ পরিণতিতে ভেঙে পড়েছে গোটা পরিবার। তাঁদের অভিযোগ, কদম্বগাছি পঞ্চায়েতের উপ-প্রধান হাসিবুল আজাদের ভাইপো ইমরান মোল্লা সবসময় নির্যাতন করত তাঁদের মেয়েকে। নজর রাখত পড়া থেকে একা কখন ফিরত। এরপর সেই একা বাড়ি ফেরার সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। একবার নয়, একাধিকবার এই কাজ করা হয়েছে। অভিযোগ, পরিবার ও স্থানীয়দের কাউকে কিছু না জানানোর প্রাণনাশের হুমকিও পর্যন্ত দিয়েছে উপ-প্রধানের হাসিবুল আজাদের ভাইপো ইমরান মোল্লা। তাই এতদিন চুপ ছিলেন এই নাবালিকা।

আরও পড়ুন: কাঁধে দেহ নিয়ে হাঁটু সমান জল কাদা পেরিয়ে যেতে হয় শ্মশানে! বেহাল দশা বীরভূমের লাভপুরে

শাস্তির দাবি পরিবারের

ইতিমধ্যেই ইমরান মোল্লার বিরুদ্ধে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি তীব্র শাস্তির দাবি করছেন তারা। তবে এ নিয়ে অভিযুক্ত ইমরানের সঙ্গে কোনওরূপ যোগাযোগ করা সম্ভব হয়নি। ভাইপোর এই কীর্তিকলাপ নিয়ে প্রশ্ন তোলা হলে উপপ্রধান হাসিবুল আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি এইভাবে শাসকদলের দাপটে সমাজে মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

Leave a Comment