কপাল পুড়ল KKR-র? পুরো IPL 2026 এ খেলতে পারবেন না মুস্তাফিজুর!

Mustafizur Rahman KKR he might not play entire IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো ব্যর্থতার বৃত্তে জড়াতে চায়না কলকাতা নাইট রাইডার্স। তাই সর্বশক্তি দিয়ে নিলাম থেকে দল গুছিয়ে নিয়েছে তারা। 64 কোটি 30 লাখ হাতে রেখে যাকে চেয়েছে তাকেই পেয়েছে শাহরুখ খানের দল। সবচেয়ে বড় কথা, সকলকে অবাক করে দিয়ে 9 কোটি 20 লাখ টাকার বিনিময়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে KKR (Mustafizur Rahman KKR)। আর এখানেই বেড়েছে সমস্যা! নাইটদের দলে ওপার বাংলার পেসারের আগমন হতেই তাঁকে বয়কটের ডাক দিয়েছেন অনেকে! এমতাবস্থায় শোনা যাচ্ছে, IPL 2026 পুরো টুর্নামেন্টে বাংলাদেশি তারকাকে পাবে না কলকাতা!

IPL 2026 এ মুস্তাফিজুরকে পাবে না KKR?

কয়েকটি রিপোর্ট দাবি করছে, 9 কোটি 20 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে বিক্রি হলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরো সময়টা KKR কে দিতে পারবেন না বাংলাদেশ জাতীয় দলের সদস্য মুস্তাফিজুর। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে, আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আর সেই আসরেই দেখা মিলতে পারে মুস্তাফিজুরের।

ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী 16 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত মুস্তাফিজুরকে পাবে না কোলকাতা নাইট রাইডার্স। এই সময়টায় নাকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলকে সঙ্গ দেবেন তিনি। যদিও বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে অথবা টি-টোয়েন্টি কোনও সিরিজেরই চূড়ান্ত তারিখ এখনও প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে। মুস্তাফিজুর যেহেতু বাংলাদেশ টি-টোয়েন্টি প্রথম দলের সদস্য তাই তাঁকে 20 ওভারের সীমিত সংস্করণে খেলতেই হবে।। অন্যদিকে ওয়ানডেতে তিনি শুধুমাত্র স্কোয়াডের অংশ। কাজেই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সময়টা KKR কে দিতে পারবেন না ওপার বাংলার ক্রিকেটার।

একাধিক সূত্র মারফত খবর, অল্প কিছুদিনের জন্য মুস্তাফিজুরের অনুপস্থিতি খুব একটা চিন্তার কারণ হবে না কলকাতা নাইট রাইডার্স দলের। তাছাড়াও শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজুরের জন্য আংশিক নো অবজেকশন সার্টিফিকেট জারি করতে পারে। সে ক্ষেত্রে, তাঁকে ওয়ানডে সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কাজেই টি-টোয়েন্টি সিরিজ খেলে ফের ভারতে ফিরবেন এই তারকা পেসার।

অবশ্যই পড়ুন: ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল দুটি ট্রলার, আটক ৩৫ বাংলাদেশি মৎস্যজীবী

উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে 9 কোটি 20 লাখ টাকায় বিক্রি হওয়ার সাথে সাথেই বাংলাদেশের বোলার হিসেবে ইতিহাস তৈরি করে ফেলেছেন মুস্তাফিজুর। IPL এর ইতিহাসে বাংলাদেশের প্লেয়ার মাশরাফি মোর্তজা, সাকিব আল হাসান এবং লিটন দাসদের ছড়িয়ে সবচেয়ে বেশি দাম পাওয়া বাংলাদেশি খেলোয়াড় হয়ে উঠলেন তিনি।

Leave a Comment