কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের ফলাফল, দিনক্ষণ জানাল শিক্ষা সংসদ

Higher Secondary Exam

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ সোমবার, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা (Higher Secondary Exam)। পরীক্ষা নিয়ে বেশ ভয়েই ছিল পরীক্ষার্থীরা। তার সঙ্গে অভিভাবকদের গলায় ওএমআর শিটের জটিলতা নিয়েও উঠছিল প্রশ্ন। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা বেশ নির্বিঘ্নেই কাটল। আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার পরীক্ষা। এমতাবস্থায় পরীক্ষা শেষ হওয়ার আগেই এবার ফলাফল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করে ফেললেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

অভিভাবকদের ওএমআর শিট শঙ্কা!

সোমবার যেহেতু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার ছিল তাই শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক। পরীক্ষা নিয়ে কোথাও যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কড়া নজরদারি চলছিল। অভিভাবকদের ওএমআর শিট শঙ্কা নিয়ে শিক্ষা সংসদ সভাপতি বলেন, “সেমেস্টার পদ্ধতিতে প্রথম এমন পরীক্ষা, তাই ছাত্রছাত্রীরা ভুল করলে উত্তরপত্র বদলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হচ্ছে। কোথাও কোন গন্ডগোল বা কোন অভিযোগ এখনও পর্যন্ত মেলেনি।

কবে প্রকাশিত হবে ফলাফল?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার দিন চালু করা হয়েছিল ‘দুয়ার পোর্টাল’র অনলাইন অ্যাটেনড্যান্স সিস্টেম। কিন্তু যেহেতু একসঙ্গে অনেকে অনলাইনে প্রবেশ করেছে তাই অনেকটাই স্লো হয়ে গিয়েছিল সাইট। যদিও শিক্ষা সংসদ সভাপতির দাবি, “আজ থেকে আর সমস্যা হবে না।” তবে প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায়নি। প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হলে পরের বছর অর্থাৎ ২০২৬ সালে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। তাই সেক্ষেত্রে প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে চলেছে বলে সংসদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: পোস্টে বেঁধে ইঞ্জিনিয়ারকে মারধর তৃণমূল নেতাদের! পাঁশকুড়ায় থমকে গেল রেলের প্রজেক্ট

কেন দেরিতে আপলোড ওএমআর শিট?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন ৩১ অক্টোবর প্রথম পর্যায়ের ফল প্রকাশের ৭২ ঘন্টার পর ওএমআর আপলোড করা হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওএমআর শিট দেওয়া হবে।” অন্যদিকে সমীক্ষায় উঠে এসেছে প্রথম সেমেস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার।সেখানে ছাত্রদের তুলনায় মোট ৭৯,৫৮২ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছে। এবং মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,১০৬টি।

Leave a Comment