কবে SSC-র একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ? বড় আপডেট

SSC New Update final merit list may publish in January

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে SSC নিয়ে বড় খবর প্রকাশ্যে এলো (SSC New Update)। জানা যাচ্ছে, চলতি মাস অর্থাৎ জানুয়ারিতেই প্রকাশিত হবে একাদশ- দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। আর সেটা হলেই পুরো দমে শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া।

চলতি সপ্তাহেই ইন্টারভিউ

বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র ও রিপোর্ট মারফত খবর, নিয়োগ প্রক্রিয়ার শুরুর আগে জানুয়ারির শুরুর দিকেই অর্থাৎ চলতি সপ্তাহে আদালতের নির্দেশ মেনে যোগ্য শিক্ষার্থীদের ইন্টারভিউ নেবে কমিশন। যদিও সেই ইন্টারভিউ কোথায় হবে অর্থাৎ সেই স্থান এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে ইন্টারভিউয়ের সার্টিফিকেট যাচাই করানো হয়ে গেলেই প্রকাশ্যে আসবে চূড়ান্ত মেধা তালিকা।

অবশ্যই পড়ুন: ৫ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন সচিন পুত্র! অর্জুন তেন্দুলকরের হবু স্ত্রীকে চেনেন?

এ নিয়ে কমিশনার একটি সূত্র দাবি করছে, SSC র একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগে বিলম্ব করতে চায় না কমিশন। মূলত সে কারণেই, আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ সহ অন্যান্য প্রক্রিয়া শেষ হলেই এ মাসেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধা তালিকায় যাদের নাম থাকবে তাদের নিয়েই শুরু হবে পরবর্তী পর্ব অর্থাৎ কাউন্সেলিং।

অবশ্যই পড়ুন: তিনদিন পর থেকে ঘুরবে শীতের খেলা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বলাই বাহুল্য, কমিশনের চূড়ান্ত তালিকায় যে সকল শিক্ষার্থী বা চাকরিপ্রার্থীর নাম থাকবে তারাই কাউন্সিলিং পর্ব সেরে বেছে নিতে পারবেন নিজেদের পছন্দের স্কুল। অর্থাৎ মেধা তালিকা দেখেই যোগ্য চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। সে ক্ষেত্রে আশা করাই যায় আগামী কয়েক মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে SSC। যদিও এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন চাকরি প্রার্থীরা। সেটাও খুব শীঘ্রই হয়ে যেতে পারে বলেই সূত্রের খবর।

1 thought on “কবে SSC-র একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ? বড় আপডেট”

  1. Alright guys, gotta say I’ve had some luck on Bigwin7! It’s got a cool vibe and the games are pretty engaging. I even managed to snag a few big wins. Give it a shot and see if you can hit it big! Check them out at bigwin7.

    Reply

Leave a Comment