“কমনওয়েলথে আমি যাইইনি!” অর্জুন পুরস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা বুলা চৌধুরী

Bula Choudhury On Mamata Banerjee she gives a huge reply after CM statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ও আমার কাছে অর্জুন পুরস্কার দাবি করেছিল! আমি বলেছিলাম অবশ্যই দেব। তবে 8 মাস প্রেমঠেম করা চলবে না.. কমনওয়েলথে 8টার মধ্যে 6 টায় জয়ী হতে হবে। তাহলেই পাবে…! ও কথা রেখেছিল।” সম্প্রতি বিশ্বকাপ জয়ী বঙ্গ তরুণী রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান থেকে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীকে নিয়ে এমন বক্তব্যই রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সেই দাবি উড়িয়ে দিলেন বুলা (Bula Choudhary On Mamata Banerjee)। বললেন, “কমনওয়েলথ গেমসে আমি যাইইনি! কমন গেমসে সারা ভারতবর্ষে কোনওদিনও কোনও মেডেল আসেনি!”

মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন প্রাক্তন সাঁতারু

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর করা বক্তব্যের পাল্টা সুর চড়ান প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী। তাঁকে বলতে শোনা যায়, “কমনওয়েলথ গেমসে আমি যাইইনি। কমন গেমসে সারা ভারতবর্ষে কোনও দিনও কোনও মেডেল আসেনি। সাঁতরে কোনও দিনও কোনও মেডেল পায়নি ভারতের কেউ!” এদিন বুলা আরও বলেন, “আমি মনে করি অর্জুন পুরস্কার যদি কাউকে পাইয়ে দিতে হয় তাহলে এর তদন্ত হওয়া উচিত। যদি কোনও অযোগ্য ব্যক্তিকেও এই পুরস্কার দিয়ে থাকেন তাহলে সেই পুরস্কার কেড়ে নেওয়া উচিত।”

রিচার সংবর্ধনা অনুষ্ঠান থেকে বুলা চৌধুরীর প্রেম সম্পর্কিত বিষয় নিয়েও মন্তব্য করেছিলেন মমতা। এবার সেটা নিয়েও বলতে ছাড়লেন না প্রাক্তন সাঁতারু। বুলা বলেন, “যাঁর সাথে আজ আমি দীর্ঘ 11 বছর ধরে রয়েছি, তাঁকে আমি আমার লাইফ পার্টনার বলব। এই ধরনের শব্দগুলো এই বয়সে এসে প্রচন্ড কানে লাগে! এই ধরনের বিষয়ে বলার কী দরকার আছে! আমি চিরকাল সাঁতারের সাথে জলের সাথে প্রেম করে এসেছি। একটা বিশ্বকাপের আবহ চলছে সেখানে তিনি প্রেম নিয়ে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে এমনকি অর্জুন পাইয়ে দেওয়া নিয়েও কথা বলছেন। আমি সত্যিই অবাক যে ওই সংবর্ধনা অনুষ্ঠানে হঠাৎ কোথা থেকে আমার প্রসঙ্গ এলো!”

অবশ্যই পড়ুন: প্রথম স্ত্রীকে রেখেই দ্বিতীয় বিয়ে, একসঙ্গে দুই নারীকে নিয়ে ঘর করছেন রশিদ খান?

সাক্ষাৎকারের একেবারে শেষ প্রান্তে গিয়ে বুলা জানিয়েছিলেন, “আমার সঙ্গে মুখ্যমন্ত্রী শেষ কবে কথা হয়েছিল সেটা মনে পড়ে না। আসলে কোনও দিনও সেভাবে কথা হয়নি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তো দেখাই নেই…” এক কথায়, অর্জুন পুরস্কার নিয়ে মমতার দাবি খারিজ করে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা একেবারেই মেনে নিতে পারছেন না বঙ্গের প্রাক্তন সাঁতারু। সোশ্যাল মিডিয়ায় বুলা চৌধুরীর সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে।

 

Leave a Comment