কমবে শিয়ালদহ স্টেশনের চাপ, নিউ গড়িয়াকে তৈরি করা হবে নতুন হাব হিসেবে

New Garia

সৌভিক মুখার্জী, কলকাতা: শিয়ালদহের চাপ কমাতে এবার বিরাট উদ্যোগ নিল পূর্ব রেল। হ্যাঁ, এবার নতুন করে ঢেলে সাজানো হচ্ছে নিউ গড়িয়া (New Garia) স্টেশনকে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নিউ গড়িয়া স্টেশন গড়ে উঠবে পূর্ণাঙ্গ পরিবহন কেন্দ্রে। পূর্ব রেলের ডিআরএম রাজীব সাক্সেনা সোমবার এই কথা নিজেই জানিয়েছেন।

কীভাবে আমূল বদলাবে নিউ গড়িয়া স্টেশন?

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এদিন রাজীব সাক্সেনা বলেছেন, নিউ গড়িয়া স্টেশনের ফুল-লেংথ লুপ লাইন তৈরি করা হবে। আর এর সঙ্গে টার্মিনালের সুবিধা যুক্ত করা হবে। কাজ শেষ হবে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন পুনরায় চালু হওয়ার সময়ের সঙ্গে সমন্বয় রেখেই।

অর্থাৎ নিউ গড়িয়াতে এবার যে শুধু নতুন পরিষেবা চালু হবে এমনটা নয়, বরং পরিষেবা গুলিকে আরও বাড়ানো হবে। এছাড়াও পিক-আওয়ারের সময় কিছু ট্রেন সরাসরি এখান থেকেই চালু করার পরিকল্পনা থাকছে।

কেন এই উদ্যোগ?

প্রসঙ্গত, গত ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশন হঠাৎ বন্ধ হয়ে যায়। কারণ সেখানকার পিলারে ফাটল ধরা পড়েছিল। আর এর ফলে ব্লু লাইনে বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। আবার অরেঞ্জ লাইনও যাত্রী হারিয়েছে। কারণ ব্লু লাইনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

এ কারণে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করা হবে এবং এক বছরের মধ্যেই সেটিকে পুনঃনির্মাণ করা হবে। আর এর পরেই শুরু হবে নিউ গড়িয়া স্টেশনকে পূর্ণাঙ্গ হাব হিসেবে গড়ে তোলার কাজ।

এতে কারা উপকৃত হবেন?

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, নিউ গড়িয়া নতুন হাব হিসাবে চালু হলে মূলত নামখানা, ক্যানিং ও ডায়মন্ড হারবার থেকে যাত্রীরা সরাসরি আসতে পারবে। পাশাপাশি এখান থেকে গ্রীন লাইনের সেক্টর ফাইভ এবং অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। ফলে যাত্রীদের শিয়ালদহ নামার ঝক্কির পোহাতে হবে না এবং শিয়ালদহ দক্ষিণ শাখার চাপ অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ কেন হঠাৎ আত্মসমর্পণের পথে হাঁটলেন অঙ্কিতা, পরেশ অধিকারী? স্পষ্ট হল কারণ

রাজীব সাক্সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিউ গড়িয়া এবার পূর্ণাঙ্গ হাব হয়ে উঠবে। এতে একদিকে যাত্রীদের সময় তো বাঁচবেই। অন্যদিকে শিয়ালদহ স্টেশনের চাপ অনেকটাই কমবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment