সহেলি মিত্র, কলকাতা: চাকুরীজীবিদের জন্য রইল দারুণ সুখবর। এবার সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন বহু মানুষ ব্যাপকভাবে লাভবান হবেন। চাকরি জীবন শেষ হওয়ার পর, কর্মীদের সবচেয়ে বড় উদ্বেগ হল অবসর পরিকল্পনা এবং পেনশন (Pension)। ভারতে বর্তমানে এর জন্য দুটি বিকল্প রয়েছে, NPS এবং UPS। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ UPS এই বছরের ১ এপ্রিল ২০২৫ তারিখে দেশে কার্যকর করা হয়েছে। এখন সরকার ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক UPS সম্পর্কিত নিয়ম পরিবর্তন করেছে। সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এবার টানা ২০ বছর চাকরি করলে আপনিও পেতে পারেন পেনশনের সুবিধা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
২০ বছর চাকরি করলেও মিলবে পেনশন
সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এখন যদি কোনও কর্মচারী ২০ বছর নিয়মিত চাকরি পূর্ণ করেন, তাহলে তিনি পূর্ণ পেনশন পাওয়ার অধিকার পাবেন। পুরনো সীমা কমানোর দাবি দীর্ঘদিন ধরে কর্মীরা তুলে আসছিলেন। এখন এতে একটি পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী উপকৃত হবেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন কর্মচারীরা এর সুবিধা পাবেন।
আগে পেনশন পাওয়ার নিয়মগুলি একটু কড়া ছিল বটে। ইউনিফাইড পেনশন স্কিমে, একজন কর্মচারী যখন ২৫ বছর চাকরি সম্পন্ন করতেন তখনই পূর্ণ পেনশন পাওয়ার অধিকার মিলত। এর অর্থ হল কেউ ২৪ বছর ধরে কাজ করলেও, তিনি সম্পূর্ণ সুবিধা পেতেন না। এই কারণে, কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে পেনশনের সীমা কমানোর দাবি জানিয়ে আসছে। তাঁদের দাবি ছিল যে সকলের পক্ষে ২৫ বছর ধরে একটানা কাজ করা সহজ নয়। এখন সরকার তাদের দাবি মেনে নিয়েছে এবং এই সীমা কমিয়ে ২০ বছর করেছে। এতে কর্মচারীরা অনেক স্বস্তি পাবে।
কারা উপকৃত হবেন?
সরকারের এই সিদ্ধান্তের ফলে সরাসরি সেইসব সরকারি কর্মচারীরা উপকৃত হবেন যারা ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় আসবেন। এতদিন পর্যন্ত পূর্ণ পেনশন পেতে ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন ২০ বছর কাজ করার পরই পূর্ণ সুবিধা পাওয়া যাবে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেই কর্মীদের উপর।