কম্বোডিয়ায় ভয়াবহ হামলা থাইল্যান্ড সেনার! মৃত ১২, হঠাৎ কেন সংঘর্ষে লিপ্ত হল দুই দেশ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধক্ষেত্র এবার এশিয়া! দুই বেসামরিক নাগরিকের মৃত্যুর বদলা নিতে এবার কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান।

থাইল্যান্ডের দাবি, কম্বোডিয়ার সেনা ঘাঁটিতে জোরালো হামলা চালিয়ে অক্ষত অবস্থায় দেশে ফিরে এসেছে যুদ্ধ বিমানগুলি। কাজেই বলা যায় সীমান্তে গোলাগুলি থেকে এবার বড় পর্যায়ের সংঘর্ষে পা বাড়ালো এশিয়ার দুই প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ড। কিন্তু কী কারণে একে অপরের ওপর চড়াও হল দুই দেশ?

হতাহতের সংখ্যা

গতকাল সীমান্তে গোলাগুলির পরই কম্বোডিয়ার ওপর জোরালো হামলা চালিয়েছে থাই সেনা। আচমকা দুই দেশের মধ্যে গোলাগুলি ভয়ংকর সংঘর্ষে রূপ নেওয়ায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 12 জনের। রিপোর্ট বলছে, মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 31 জন। তাদের মধ্যে 7 জনই সেনা সদস্য।

ঠিক কোন কারণে বাঁধল সংঘর্ষ?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর রাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত ব্যাপক গোলাগুলি চলে। এ প্রসঙ্গে থাইল্যান্ডের প্রশাসন জানিয়েছে, কম্বোডিয়া থেকে ছুটে আসা একটি রকেটের আঘাতে দুজন থাই নাগরিকের প্রাণ গিয়েছে। আর এরপরই প্রতিশোধের আগুনকে বাস্তবিক রূপ দিতে কম্বোডিয়ার ভূখণ্ডে F-16 যুদ্ধবিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় থাইল্যান্ড সেনা। থাই সেনাবাহিনীর দাবি, তাদের বিমানগুলি কম্বোডিয়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গুঁড়িয়ে গিয়েছে কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস 8 ও 9।

হামলার খবর নিশ্চিত করেছে কম্বোডিয়া

সীমান্তে গোলাগুলির পর থাইল্যান্ডের তরফে ভয়াবহ হামলার কথা স্বীকার করে নিয়েছে কম্বোডিয়া। দেশটির মন্ত্রণালয়ে জানায়, থাইল্যান্ডের এই পদক্ষেপ পুরোপুরি নৃশংস এবং অবৈধ। একই সাথে, থাইল্যান্ডের তরফে অতর্কিত হামলার ঘটনাটিকে রাষ্ট্রসংঘ বিধি লঙ্ঘন বলে অভিহিত করেছে কম্বোডিয়া। এদিন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত থাইল্যান্ড সেনাবাহিনীর এমন হামলাকে সরাসরি সশস্ত্র আক্রমণ বলে অভিহিত করেছেন।

 

অবশ্যই পড়ুন: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কাটল বাধা! পার্পল লাইন মেট্রো নিয়ে জোড়া সুখবর

উল্লেখ্য, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘাত নতুন নয়। দীর্ঘদিন ধরে এমারেলড ত্রিকোণ এলাকা নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ ও ঠান্ডা লড়াই চলে আসছে। এমারেলড ত্রিকোণ অঞ্চলটির ( একাধিক মন্দির দ্বারা বেষ্টিত এলাকা ) দখল নিয়ে গত মে মাসেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এবার সেই সংঘাত কার্যত যুদ্ধের রূপ নিল বলা যায়!

Leave a Comment