কম বিনিয়োগে পরিবারের আর্থিক নিরাপত্তা, LIC চালু করল বীমা কবচ পলিসি

LIC Bima Kavach Policy

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবথেকে বড় জীবন বীমা সংস্থা এলআইসি গত ৩ ডিসেম্বর দুটি নতুন বীমা পলিসি চালু করেছে। তার মধ্যে রয়েছে বীমা কবচ পলিসি (LIC Bima Kavach Policy) এবং এলআইসি সুরক্ষা প্লাস পলিসি। গ্রাহকরা গতকাল থেকেই এই পলিসিগুলি কিনতে পারছে। তবে জানা যাচ্ছে, বীমা কবচ পলিসিটি একটি মেয়াদী বীমা পরিকল্পনার মতো কাজ করবে যা ভবিষ্যতে মৃত্যুর মতো অপ্রত্যাশিত কোনও ঘটনার ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা দেবে। আরও বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কী এই এলআইসি বীমা কবচ প্ল্যান?

জানিয়ে রাখি, এলআইসির বীমা কবচ প্ল্যান হল একটি বীমা পরিকল্পনা। এটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং হিসাবে কাজ করে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল অপ্রত্যাশিত কোনও ঘটনার ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তির পরিবারের আর্থিক নিরাপত্তা দেওয়া। আর গ্রাহকরা কম প্রিমিয়ামেই বেশি কভারেজের সুবিধা পায় এই প্ল্যানে।

কী যোগ্যতা লাগে এখানে বিনিয়োগ করতে?

এলআইসিরি এই পলিসিতে যে কোনও ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারবে। তবে বীমা করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেই কারণে মেডিকেল পরীক্ষা দরকার। তবে এখানে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।

আরও পড়ুন: দুশোর বেশি ফ্লাইট বাতিল, বিলম্ব শতাধিক! কেন বিভ্রাটে পড়ল ইন্ডিগোর বিমান পরিষেবা?

জানিয়ে রাখি, এলআইসির এই পরিকল্পনাটি ব্যক্তির মৃত্যুর পর মনোনীত ব্যক্তিকে আর্থিক সুরক্ষা দেয়। অর্থাৎ, যে নমিনি থাকবে, সেই আর্থিক সুরক্ষা পাবে। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা কম প্রিমিয়াম পরিশোধ করে বেশি পরিমাণে কভারেজ পেতে পারে। আর প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক, যে কোনও উপায়ে। এমনকি এই প্ল্যানের সাথে কোনও মেয়াদ পূর্তির সুবিধা নেই। গ্রাহকরা হার্ট অ্যাটাক, ক্যান্সারের মতো মারণ রোগের জন্য বেশি পরিমাণ কভারেজও পেতে পারে। তাই যদি ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা চান, তাহলে আজই বিনিয়োগ করুন এলআইসির এই পলিসিতে এবং সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎকে।

Leave a Comment