প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তার আগে ফের দুর্নীতি কাণ্ডের ছায়া দেখা গেল রাজ্য জুড়ে। কয়লা পাচার মামলায় (Illegal Coal Mining Case) ফের অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের ২৪টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় এর পাশাপাশি একই মামলায় তল্লাশি চলছে ঝাড়খণ্ডেও। ভোর থেকে দুটি রাজ্য মিলিয়ে ৪০টিরও বেশি জায়গায় তল্লাশি চলছে।
ধানবাদে ED-র নিশানায় রয়েছে লালবাবু সিংহ
রাজ্যে দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। আজও সেই মামলাকে ভিত্তি করে সাতসকালে পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় ইডি আধিকারিকরা হাজির হন। প্রতিটি দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিকে সাতসকালে অফিসাররা পৌঁছে গেলেও অধিকাংশ অফিস ও বাড়ির মূল গেটে তালা ঝোলানো ছিল। তাই দীর্ঘক্ষণ ধরে বাইরে অপেক্ষায় থাকতে হয় অফিসারদের। অন্যদিকে ধানবাদে ইডির প্রধান নিশানায় রয়েছে দেব প্রভা কোম্পানি এবং মালিক কয়লা ঠিকাদার লালবাবু সিংহ ওরফে এলবি সিংহ। তাই প্রথমে এলবি সিংহের বাড়ি ‘দেব ভিলা’ সহ মোট ১৮টি স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আর তাতেই উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য।
উদ্ধার প্রচুর নগদ টাকা ও সোনা
ইডি সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আজ ২৪টি জায়গায় চিরুনি তল্লাশি চালানো হয় দুর্গাপুর, পুরুলিয়া, হাওড়া ও কলকাতার বিভিন্ন ঠিকানায়। এছাড়াও তল্লাশি চালানো হয়েছে বাড়ি, অফিস, কোক প্ল্যান্ট থেকে শুরু করে অবৈধ টোল সংগ্রহকারী বুথ সহ বহু জায়গায়। এখনও পর্যন্ত শেষ আপডেট অনুযায়ী এই অভিযানে ইডির হাতে উঠে এসেছে বড় অঙ্কের অঘোষিত নগদ টাকা, সোনার গয়না, ডিজিটাল রেকর্ড ও অবৈধ লেনদেনের নথি। এদিকে যাঁদের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁরা হলেন, নরেন্দ্র খারকা, অনিল গয়াল, যুধিষ্ঠির ঘোষ, কৃষ্ণ মুরারি কয়াল। সূত্রের খবর, যুধিষ্ঠির ঘোষ আগে অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জেল খেটেছিল। বর্তমানে সে জামিনে আছে।
West Bengal: ED is conducting searches at 24 premises in Durgapur, Purulia, Howrah and Kolkata districts in connection with the illegal coal mining, illegal transportation and storage of coal case.
Pictures of recoveries made during raids in the state.
(Pics: ED) pic.twitter.com/02mAdviKg5
— ANI (@ANI) November 21, 2025
আরও পড়ুন: মমতার পর কমিশনকে এবার পাল্টা চিঠি শুভেন্দুর
প্রসঙ্গত, এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল নরেন্দ্র খারকা নামে এক ব্যবসায়ীকে। ২০২৩ সালে ১ এপ্রিল শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে খুনের ঘটনায় চর্চায় এসেছিল নরেন্দ্র খারকার নাম। আজও ফের একবার তদন্তকারীদের নজরে পড়লেন তিনি। এদিকে, রাঁচিতে ED টিম হানা দিয়েছে ১৮টি জায়গায়। গোটা ঝাড়খণ্ডে প্রায় ৪০ জায়গায় চলছে তল্লাশি। ব্যবসায়ী অনীল গোয়াল, সঞ্জয় উদ্ধোগ, এলবি সিং এবং অমর মণ্ডলের বেআইনি কয়লা কারবারিতে নাম উঠে এসেছে। কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করছে ED।