কয়েকগুন বাড়তে পারে সিগারেটের দাম! তামাকজাত পণ্যের উপর হেভি সেস বসাতে চলেছে কেন্দ্র সরকার

Tobacco Excise Duty Hike central government introduce new cess bill

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের GST কাঠামোয়ে বদল আসতেই হুড়মুড়িয়ে বেড়েছে তামাক সহ নেশাজাত পণ্যের দাম। তাতে পকেটের যন্ত্রণা বেড়েছে তামাক সেবনকারীদের। এবার সেই যন্ত্রণা আরও বাড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী, তামাক ও তামাকজাত পণ্যের উপর কেন্দ্রীয় অবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি বসানোর (Tobacco Excise Duty Hike) প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার জেরে শীঘ্রই বাড়তে চলেছে সিগারেট সহ অন্যান্য তামাক পণ্যের দাম। এই প্রস্তাবে ছাড় পাবে না পান মশলার মতো নেশাজাত দ্রব্যও।

বাড়তে চলেছে সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম

আজ অর্থাৎ সোমবার থেকেই সংসদে বসেছে শীতকালীন অধিবেশন। আর সেখানেই তামাকজাত পণ্য সহ পান মসলা এবং অন্যান্য তামাক পণ্যের উপর অতিরিক্ত সেস বসানোর জন্য একটি নতুন অবগারি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যার ফলে খুব শীঘ্রই বিভিন্ন সিন গুডস অর্থাৎ সিগারেট, গুটখা, তামাক জাতীয় অন্যান্য পণ্য সহ পান মশলার উপর অতিরিক্ত সেস বসতে চলেছে।

তবে এক্ষেত্রে ছাড় পাবে বিড়ি। যদিও এই নয়া বিলে এমন একটি বিধান রয়েছে যার ফলে আগামী দিনে জনস্বার্থে সরকার বিড়িকেও সিন গুডসের তালিকায় নিয়ে আসবে। বলে রাখি, কেন্দ্রের তরফে নয়া বিল সংসদের দুই কক্ষে পাস হয়ে গেলে তা পাকাপাকিভাবে আইনে পরিণত হয়ে যাবে। পরবর্তীতে তা কার্যকরী হলে বাড়বে তামাকজাত দ্রব্যের দাম।

অবশ্যই পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের নতুন অবগারি বিলে 75 এমএম দৈর্ঘ্যের বেশি ফিল্টার সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার সিকে 11 হাজার টাকা সেসের প্রস্তাব দেওয়া হয়েছে। আগে যেখানে এই শুল্ক ছিল মাত্র 735 টাকা। অন্যদিকে নন ফিল্টার সিগারেট বা 70 এমএম দৈর্ঘ্যের ফিল্টার যুক্ত সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার স্টিকে 4500 টাকা শুল্কের প্রস্তাব দেয়া হয়েছে। এর আগে যা ছিল মাত্র 250 টাকা। এক কথায়, আগের তুলনায় অন্তত 18 গুন সেস বসতে চলেছে। এছাড়াও সিগারেট ভরা স্মোকিং মিক্সচারের উপরে আগে যেখানে 60 শতাংশ সেস ছিল এবার তা বাড়িয়ে 325 শতাংশ করার প্রস্তাব দেওয়া। সে ক্ষেত্রে বলাই যায়, সেস বাড়ানোর পাশাপাশি সিগারেট সহ পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম বেশ খানিকটা বাড়তে চলেছে.

Leave a Comment