সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কর্ণাটকে। আবারও এসি বাসে আগুন (Karnataka Bus Accident) লাগার জেরে প্রাণহানি হল বহু মানুষের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বৃহস্পতিবার ভোরে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি স্লিপার বাস একটি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্লিপার বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত বহু।
কর্ণাটকে বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১১ জন
জানা গেছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। স্লিপার বাসটি ৩০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছিল। এরপর ভোর রাতে জাতীয় সড়ক ৪৮ (এনএইচ-৪৮) এ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন এবং সেই সময়ে বাসটিতে আগুন ধরে যায়। জানা গেছে যে অপর দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার অতিক্রম করে বাসের সাথে ধাক্কা খায়, যার ফলে আগুন লেগে যায়।
ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
জানা গেছে যে বাস এবং ট্রাকের সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে শব্দ দূর-দূরান্ত পর্যন্ত শোনা গিয়েছিল। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। তবে কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হন। তবে কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে যে বাসটিতে মোট ৩২ জন ছিলেন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
CM of Karnataka tweets, “Hearing the tragic news of several passengers being burned alive in the horrific accident between a lorry and a bus near Chitradurga has left hearts trembling. It is heartbreaking that the journey of those heading home for Christmas leave has ended in… pic.twitter.com/9U8TrjypeO
— ANI (@ANI) December 25, 2025
এদিকে চিত্রদুর্গ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন তিনি।