সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারকে এবার তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত নতুন বিল নিয়ে এসে MGNREGA এর বদলে এবার VB-G RAM G প্রকল্প চালু করা সিদ্ধান্তে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। হ্যাঁ, একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন, বাংলার নিজস্ব গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কর্মশ্রীর নাম বদল করে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে।
কী বললেন মুখ্যমন্ত্রী?
বৃহস্পতিবার কলকাতার ধন ধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক শিল্প এবং বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, যদি কিছু রাজনৈতিক দল আমাদের জাতীয় নেতাদেরকে সম্মান করতে না পারে, তাহলে আমরা করব। যদিও তিনি সরাসরি বিজেপির নাম উল্লেখ করেননি। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তকেই যে তিনি দুষলেন তা বলার অপেক্ষা রাখে না।
আসলে সম্প্রতি লোকসভায় পাশ করা হয়েছে ‘Viksit Bharat – Guarantee For Rozgar And Aajeevika Mission (Gramin)’ বা VB-G RAM G বিল। আর এর মাধ্যমে ২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন সম্পূর্ণ বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখানেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেছেন, “আমরা লজ্জিত। এই দেশেই জন্মেছি অথচ আজ দেশের জাতির জনকদের নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা কি তাহলে মহাত্মা গান্ধীকে ভুলে যাচ্ছি?” এরপরেই তিনি ঘোষণা করেছেন, “আমরা বাংলার কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মা গান্ধীর নামে রাখব।”
VIDEO | Kolkata: At Business Conclave, West Bengal CM Mamata Banerjee (@MamataOfficial) announces her government’s job guarantee scheme ‘Karmashree’ will be renamed after Mahatma Gandhi.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/en3CUvKOPg
— Press Trust of India (@PTI_News) December 18, 2025
আরও পড়ুন: ২০২৬-এ পূর্ণিমা কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও পালনের নিয়ম
কী এই কর্মশ্রী প্রকল্প?
জানিয়ে রাখি, কর্মশ্রী হল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে চালু করা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৭৫ দিনের কাজ পায়। আর মুখ্যমন্ত্রী দাবি করছেন, কেন্দ্রীয় সরকার MGNREGA প্রকল্পের টাকা আটকে রাখলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল দিয়েই প্রকল্প চালু করে রেখেছে। এমনকি ভবিষ্যতে এই প্রকল্প ১০০ দিনে বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর কেন্দ্রীয় অর্থ সাহায্য বন্ধ থাকলেও রাজ্য সরকার মানুষের কাজ নিশ্চিত করে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।