বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশজুড়ে লাগু হতে চলেছে নতুন শ্রম কোড। আর এই নতুন শ্রম আইনের অধীনে এবার থেকে একজন কর্মীর বেসিক স্যালারি তাঁর মোট বেতনের 50 শতাংশ হতেই হবে। যার জেরে এবার থেকে প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য পেনশন স্কিমের জন্য অতিরিক্ত অর্থ কাটা হবে বেতন থেকে। এতে কর্মীদের ইনহ্যান্ড স্যালারি অনেকটাই কমবে, তাতে চিন্তিত বহু কর্মী। তবে একাধিক রিপোর্ট বলছে, এতে চিন্তার কোনও কারণ নেই। আগের তুলনায় বেশি অর্থ PF অ্যাকাউন্টে জমানোর পাশাপাশি খুব শীঘ্রই বড়সড় সুখবর পেতে পারেন কর্মীরা (PF Interest Rate Hike)। Tv 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, সব ঠিক থাকলে খুব শীঘ্রই PF অ্যাকাউন্টে সুদের পরিমাণ বাড়াতে পারে সরকার।
বাড়ছে প্রভিডেন্ট ফান্ডের সুদ?
এই মুহূর্তে প্রভিডেন্ট ফান্ডের সাথে যুক্ত ব্যক্তিরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এবং EPFO র নিয়ম অনুযায়ী PF অ্যাকাউন্টে 8.25 শতাংশ সুদ পান। মূলত 2024-25 আর্থিক বছরের হিসেবে এই সুদ দেওয়া হয়ে থাকে। তবে রিপোর্ট দাবি করছে, 2025-26 আর্থিক বছরে সেই সুদের পরিমাণটা বাড়িয়ে 8.75 শতাংশ হয়ে যাবে। এর অর্থ এক ধাক্কায় PF অ্যাকাউন্টে 50 বেসিস পয়েন্ট সুদের পরিমাণ বাড়াবে কেন্দ্রীয় সরকার। ওয়াকিবহাল মহলের দাবি, শেষ পর্যন্ত যদি এমনটা হয় সে ক্ষেত্রে সবদিক থেকেই উপকৃত হবেন কর্মীরা।
বলাই বাহুল্য, কেন্দ্রীয় সরকার প্রতি বছরই কমবেশি PF অ্যাকাউন্টের সুদের পরিমাণ পরিবর্তন করে। আশা করা হচ্ছে, এবারও সেই নিয়মের অন্যথা হবে না। এ প্রসঙ্গে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার দাবি, সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই PF এর সুদ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে সরকার। যার ফলে সুদের পরিমাণ বাড়লে তাতে সরাসরি উপকৃত হবেন দেশের বহু কর্মী।
অবশ্যই পড়ুন: রাশিয়া থেকে S-400 চুরির চেষ্টা করেছে পাকিস্তান! অভিযোগ প্রাক্তন পাক সেনা কর্মকর্তার
প্রসঙ্গত, EPFO বা কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের আসন্ন বৈঠকে প্রভিডেন্ট ফান্ডের সুদ বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় সমাধান সূত্র মিললে তারপরেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। সে ক্ষেত্রে PF হোল্ডাররা কত শতাংশ সুদ পাবেন সেটাও নির্ধারিত হবে ওই বৈঠকেই।