কর্মী পিছু মিলবে ৩০০০ টাকা! বেসরকারি কোম্পানিগুলির জন্য দারুণ অফার EPFO-র

epfo

সহেলি মিত্র, কলকাতাঃ বিভিন্ন কোম্পানির উদ্দেশ্যে ইপিএফও (EPFO)-র তরফে বিশেষ ভিডিও শেয়ার করা হল। এই ভিডিওতে বোঝানো হয়েছে, কীভাবে একজন চাকরি প্রার্থী উপকৃত হবেন, সেইসঙ্গে নিয়োগকর্তাও কীভাবে উপার্জন করতে পারবেন সেই বিষয়ে। সম্প্রতি, ২০২৫ সালের স্বাধীনতা দিবসে, প্রধানমন্ত্রী মোদী লাল কেল্লা থেকে যুবকদের জন্য সুখবর দিয়েছেন। প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা শুরু হয়েছে, যার লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা এবং প্রথম চাকরিতে ১৫,০০০ টাকা সহায়তা প্রদান করা। তবে, সরকার আরও নিয়োগকারী সংস্থাগুলিকেও টাকা দেবে, যাতে সুযোগ দ্রুত বৃদ্ধি পায়।

নিয়োগকর্তাকে ৩০০০ টাকা দেবে EPFO

হ্যাঁ, এই যোজনায়, প্রথমবারের মতো বেসরকারি চাকরি করা যুবকরা প্রতি মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এবং নিয়োগকর্তারা ৩,০০০ টাকা পর্যন্ত টাকা পাবে। এর জন্য, EPFO-তে নিবন্ধন, UAN সক্রিয়করণ এবং প্রয়োজনীয় যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। ইপিএফও ভিডিওতে জানিয়েছে, ৫০ জন বা তার অধীক কর্মী রয়েছে? তাহলে আরও ৫ জন কর্মীকে প্রথমবারের মতো চাকরি দিন আর পেয়ে যান ৩০০০ টাকা অবধি। আর এই টাকা নিয়োগকর্তাকে দেওয়া হবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার মাধ্যমে।

প্রধানমন্ত্রী বিকাশ ভারত কর্মসংস্থান প্রকল্প কী?

এই প্রকল্পটি দেশের যুবসমাজ এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কর্মসংস্থান-সংযুক্ত প্রকল্পের আওতায়, প্রথমবারের মতো চাকরি পাওয়া যুবকরা সরাসরি সুবিধা পাবেন, পাশাপাশি বেসরকারি সংস্থা, এমএসএমই এবং পরিষেবা খাতকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনাকে জানিয়ে রাখি যে ইপিএফও কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটি কর্মসংস্থান বৃদ্ধি করবে। যাইহোক, এই উদ্যোগকে বেকারত্ব হ্রাস এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার দিকে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে টপকে চিনের হাতেই তিস্তা মহাপরিকল্পনার দায়িত্ব দিলেন ইউনূস, উদ্বেগ বাড়ল নয়া দিল্লির

কীভাবে টাকা মিলবে?

আপনি যদি প্রথমবারের মতো কোনও বেসরকারি কোম্পানিতে কাজ করেন, তাহলে এই সরকারি প্রকল্প থেকে আপনি সরাসরি ১৫,০০০ নগদ আর্থিক সাহায্য পাবেন।

প্রথম কিস্তি: ৬ মাস একটানা কাজ করার পর দেওয়া হবে।
দ্বিতীয় কিস্তি: ১২ মাস পূর্ণ হওয়ার পর দেওয়া হবে (কিছু অংশ সঞ্চয়ের জন্য যাবে)।

Leave a Comment