সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ নভেম্বর, শনিবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। কলকাতায় অগ্নিকাণ্ড, কাশ্মীর থানায় বিস্ফোরণ, ট্রেন বাতিল, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) আজ থেকেই শুরু কৃষ্ণনগর-আমঘাটা লোকাল ট্রেন পরিষেবা
অবশেষে আজ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল ট্রেন পরিষেবা চালু হল। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার ১৭ নভেম্বর থেকে ২টি স্টেশনের মধ্যে প্রতিদিন তিন জোড়া করে লোকাল ট্রেন চলবে। এর আগে ১৫ নভেম্বর উদ্বোধনের দিন একটি ট্রেন আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত চালানো হয়েছে। নিয়মিত পরিষেবার প্রথম ট্রেনটি সকাল ৬:৪৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। আর শেষ ট্রেনটি রাত ৯:১৫ মিনিটে ছাড়বে। উল্টোদিকে প্রথম ট্রেনটি সকাল ৭:০৮ মিনিটে আমঘাটা থেকে ছাড়বে, আর শেষ ট্রেনটি রাত ৯:৩৮ মিনিটে ছাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কাশ্মীরের থানায় বিস্ফোরণে মৃত্যু ৭ জনের
দিল্লি বিস্ফোরণের পর এবার কাশ্মীরের নবগ্রাম পুলিশ স্টেশনে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। যাতে ৭ জনের মৃত্যু এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। থানায় ফরেনসিক পরীক্ষা চলাকালীন এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর। তীব্র বিস্ফোরণে আশেপাশের ভবনে কেঁপে ওঠে। এমনকি থানার একাধিক অংশ ভেঙে পড়ে। জইশ-ই-মহম্মদের জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) দিল্লি বিস্ফোরণে গ্রেফতার উত্তর দিনাজপুরের যুবক
দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের তদন্তে এবার নয়া মোড়। উত্তর দিনাজপুরের সূর্যাপুর থেকে গ্রেফতার হল মেডিকেল ছাত্র নিশার আলম। হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস করে ছাত্র নিশার কয়েকদিন আগেই পরিবারের সঙ্গে এসেছিলেন। কিন্তু তদন্তে তার নাম ওঠায় এনআইএ তাকে গ্রেফতার করেছে। পরিবার দাবি করছে যে, সে নিজেও ছাত্র এবং কোনওরকম অসামাজিক কাজে জড়িত নয়। তবে গ্রামে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আরও তল্লাশি চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বিহারের জয়ের আনন্দে দিনহাটায় গ্রেফতার বিজেপি নেতা
বিহারে এনডিএ জয়ের আনন্দে এবার দিনহাটায় বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ভিডিও পাবলিশ করে অভিযোগ করেছেন, শুধু আনন্দ উদযাপনের অপরাধে পুলিশে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। এমনকি তিনি দাবি করেছেন, তৃণমূলের নির্দেশেই পুলিশকে অপব্যবহার করা হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, বিজেপি সবসময় অজয় রায়ের পাশে থাকবে। এমনকি কয়েকদিন আগেই তার বাড়িতে বোমবাজির অভিযোগ উঠেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতার এজড়া স্ট্রিট, বড়বাজারে আজ ভোরবেলা বিধ্বংসী আগুনে একের পর এক বহুতল জ্বলে গেল। প্রথমে একটি ইলেকট্রনিক সামগ্রীর গোডাউনে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতেও। উল্লেখ্য, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। দোকানগুলি তালা বন্ধ থাকার কারণে উৎস চিহ্নিত করতেও দেরি হয়েছে। এমনকি কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্ট মারফৎ। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) মুর্শিদাবাদে দুষ্কৃতী দমন অভিযান, উদ্ধার ১০০০ বোমা, ২০ জন দুষ্কৃতি
মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বাড়ল দুষ্কৃতী দমন অভিযান। জেলা পুলিশ জানিয়েছে, গত ৭ দিনের ড্রোন, স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে ১০০০টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে ২০ জন দুষ্কৃতী। বহু বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে বোমা বাঁধার প্রবণতা রক্ষার জন্য এই বিশেষ অভিযান চলেছে। উল্লেখ্য, সম্প্রতি কান্দি এবং রানীনগর থেকেও বহু তাজা বোমা উদ্ধার করা হয়েছে, যেগুলিকে দ্রুত নিষ্ক্রিয় করা করেছে বম্ব স্কোয়াড। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) তুফানগঞ্জে ভেঙে পড়ল ডাম্পার বোঝাই সেতু
তুফানগঞ্জ-২ ব্লকের দেবগ্রাম এলাকায় ওভারলোড পাথর বোঝাই ডাম্পারের চাপ রায়ডাক নদীর উপরে পুরোনো লোহার সেতুটি ভেঙে পড়ল। ডাম্পার সেতুর উপরে আটকে যায়। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছিল স্থানীয়রা। কিন্তু প্রশাসনের গাফিলতিতে কাজ হয়নি বলে অভিযোগ। নিষিদ্ধ থাকা সত্ত্বেও ওই ভারী গাড়িটি সেতু দিয়ে যাতায়াত করছিল। পুলিশ এসে ক্রেনের সাহায্যে ডাম্পার সরায় এবং আহত চালককে হাসপাতালে পাঠায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) দক্ষিণ পূর্ব এলে বাতিল একাধিক ট্রেন
দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনে ইয়ার্ডে ট্র্যাক এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কারণে আগামী এক সপ্তাহ ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হচ্ছে। ২১ নভেম্বর পর্যন্ত চলা এই কাজের ফলে যাত্রীদের অসুবিধা বাড়বে বলে জানানো হয়েছে। মূলত, শালিমার–মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস কুরলা এক্সপ্রেস, শালিমার–ভুজ সুপারফাস্ট, গোরক্ষপুর–শালিমার সাপ্তাহিক, সমরাস্তা এক্সপ্রেস ট্রেনগুলিকে বাতিল করা হবে। মোট ১০টির বেশি ট্রেন নির্দিষ্ট তারিখে বাতিল থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) কোচবিহার থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী
এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আতঙ্ক দিনের পর দিন বাড়ছে। কোচবিহারের হলদিবাড়িতে এবার বাংলাদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুর্জয় রায় নামের ২৮ বছরের এক যুবক। চার বছর আগে ঘুরতে এসে তিনি ভারতে থেকে যান এবং টাকার বিনিময় আধার, প্যান কার্ড সহ অন্যান্য নথিপত্র বানিয়ে নেন। এসআইআর শুরু হতে ধরা পড়ার ভয়ে দালালের মাধ্যমে চোরাপথে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ম্যান-পোর্টেবল আন্ডারওয়াটার পরীক্ষায় সফল ডিআরডিও
ডিআরডিও সফলভাবে MP-AUV নামের ম্যান-পোর্টেবল আন্ডারওয়াটার পরীক্ষা করল, যা সমুদ্রের তলায় লুকিয়ে থাকা মাইনগুলোকে সনাক্ত করবে। বিশাখাপত্তনামের NSTL বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রে রয়েছে সাইড স্ক্যান সোনার, আন্ডারওয়াটার ক্যামেরা, ডিপ লার্নিং–ভিত্তিক লক্ষ্য সনাক্তকরণ ব্যবস্থা। এর মাধ্যমে রিয়েল টাইম সন্দেহজনক বস্তুর ছবি থেকে শুরু করে সমস্ত ডেটা পাওয়া যাবে। যার ফলে ঝুঁকি অনেকটাই কমবে এবং মাইন খোঁজা আরও সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন