কলকাতার কাছেই রয়েছে নতুন এক ভূস্বর্গ, পুজোর ছুটিতে ঘুরে আসুন দেওমালি

deomali tour plan

সহেলি মিত্র, কলকাতাঃ কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে। প্রায় প্রতিটি বাঙালি নিজের জীবনে এই কথাটির সারমর্ম বুঝে থাকবেন নিশ্চয়ই। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এই কথাটি একপ্রকার প্রযোজ্য। যারা একটু অপেক্ষা করে, কষ্ট করে টাকা জমিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন তাঁরাই আসল মজাটা বুঝবেন। এই ঠিক আজ যেমন আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে তথ্য দেব যেখানে একবার একটু কষ্ট করে গেলেই আপনার মন, প্রাণ সব জুড়িয়ে যাবে। ফিরে আসতে চাইবেন না সেখান থেকে। আজ কথা হবে ‘দেওমালি’ (Deomali) নিয়ে। পুজোর ছুটিতে আপনিও এই জায়গা থেকে অনায়াসেই ঘুরে আসতে পারবেন।

ওড়িশার ভূস্বর্গ দেওমালি

এখন নিশ্চয়ই ভাবছেন এই দেওমালি জায়গাটি কোথায়? এর বিশেষত্ব কী? তাহলে জানিয়ে রাখি, এই দেওমালি হল ওড়িশা রাজ্যের সবথেকে উঁচুতম স্থান। এখানে আপনি একাধারে উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা, লেক, মেঘেদের খেলা, গুহা দেখতে পাবেন। এখানকার ল্যান্ডস্কেপের প্রেমে পড়ে যাবেন। আপনি কলকাতা থেকে কোরাপুটে যেতে পারেন। এরপর সেখান থেকে গাড়ি বুক করে এই দেওমালি হিল টপ যেতে পারেন। রাস্তায় আপনি জগন্নাথ মন্দির, বাজার, কিছু লেকও দেখতে পাবেন।

ওড়িশার কোরাপুট জেলায় অবস্থিত দেওমালি পাহাড়ের সৌন্দর্য দেখে সবাই অবাক হবেন। এটি ঘন সবুজ বনে ঘেরা এবং এর চারপাশে নদী এবং গভীর উপত্যকা রয়েছে। প্রায় ১,৬৭২ মিটার উঁচু আরোহণ সহ দেওমালি হল ওড়িশার সর্বোচ্চ পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, এই জায়গাটি অ্যাডভেঞ্চার পছন্দ করে এমন লোকেদের জন্য একদম প্যারাডাইস। এখানে আপনি হ্যাং-গ্লাইডিং, পর্বতারোহণ এবং ট্রেকিংয়ের মতো অনেক কিছু করতে পারেন।

আরও পড়ুনঃ নিম্নচাপের চোখ রাঙানি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

দেওমালির সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার পাহাড়। পাহাড় নিজেই সৌন্দর্যের সমার্থক। এমনকি যদি সেখানে কিছুই না থাকে, তবুও দেখার মতো অনেক কিছু আছে। আপনি যদি কোথাও বেশি ঘোরাঘুরি করতে না চান তাহলে এই দেওমালির যে কোনও হোটেল বা রিসোর্ট কিংবা ক্যাম্পে বসেই পাহাড়ের সৌন্দর্য দেখে দেখে সময় কাটিয়ে দেবেন। হ্যাঁ শুধু হাতে গরম নুডলস রাখতে ভুলবেন না কিন্তু। চোখের সামনে এত সবুজ, এত সৌন্দর্য আপনি আর কোথাও খুব কমই দেখে থাকবেন।

কীভাবে পৌঁছাবেন দেওমালি?

যদি আপনি বিমানে দেওমালি যেতে চান, তাহলে নিকটতম বিমানবন্দর হল বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম থেকে দেওমালি প্রায় ২০০ কিমি দূরে। আপনি সহজেই কোরাপুট এবং তারপর বাসে দেওমালি পৌঁছাতে পারেন। যদি আপনি ট্রেনে দেওমালিতে আসার পরিকল্পনা করেন, তাহলে কোরাপুট রেলওয়ে স্টেশনটি সবচেয়ে কাছের। হাওড়া থেকে সম্বেলশ্বর এক্সপ্রেস ধরে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন।

কী কী দেখবেন?

দেওমালির পাহাড় তো রয়েইছেই, এর পাশাপাশি স্থানীয় উপজাতি গ্রাম, দুদুমা জলপ্রপাত ইত্যাদি অনেক জায়গা দেখতে পাবেন। তাহলে আর দেরি না করে পুজোর ছুটিতে ঘুরে আসুন এই দেওমালি থেকে।

Leave a Comment