সহেলি মিত্র, কলকাতা: স্বচ্ছতার জন্য কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) দারুণ সার্টিফিকেট দিল কেন্দ্রীয় সরকার।‘স্বচ্ছ ভারত মিশন’ -এর আওতায় কলকাতা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা টয়লেটগুলি এখন দেশের সেরার তকমা পেয়েছে। আর এই সেরার তকমা দিয়েছে খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ভুয়সী প্রশংসা করে কলকাতা পুরসভার হাতে শংসাপত্র তুলে দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের শংসাপত্র পেল কলকাতা পুরসভা
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি জনস্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা কলকাতা শহরে বিভিন্ন অলিগলিতে এবং সুলভ শৌচালয়গুলিতে সার্ভে করে গিয়েছেন। তারা বিভিন্ন গণশৌচালয় খতিয়ে দেখেন। এরপর সেই রিপোর্ট জমা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে। পরবর্তী ধাপ হিসাবে কলকাতা পুরসভাকে একটি বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয়। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে পুরসভাকে ‘ওডিএফ বা ওপেন ডিফেকশন ফ্রি’ প্লাস সার্টিফিকেট পাঠানো হয়েছে। এর অর্থ হল কলকাতার কোনও ওয়ার্ডে খোলা জায়গায় শৌচকর্ম করা হয় না। একই সঙ্গে শংসাপত্রে বলা হয়েছে পুরসভার প্রতিটি শৌচালয় স্বাস্থ্যকর। কোনওরকম রোগ সংক্রমণের সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ ১০০০ টাকা ঊর্ধ্বগতি সোনার দাম, আগুন ঝরাচ্ছে রুপো! আজকের রেট
এক রিপোর্ট অনুযায়ী, মহানগরীতে ৪৭৮টি গণ শৌচালয় আছে। এর মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য শৌচালয় প্রায় ১৭টি। এই শৌচালয়গুলি বেসরকারি সংস্থার তদারকিতে চলে।
বিরাট প্ল্যান পুরসভার
পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে আরও এক ধাপ এগিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। যেমন কলকাতার ৫টি মেডিক্যাল কলেজে পুরসভা গণ শৌচালয় তৈরি করবে। এছাড়াও ইএম বাইপাস থেকে কামালগাজি পর্যন্ত গোটা রাস্তায় ৯টি নতুন শৌচালয় তৈরি করা হবে। এ ছাড়াও কলকাতার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মহিলাদের জন্য শৌচালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে। এর জন্য সরকারি জমি খোঁজাখুঁজির কাজ চলছে বলে খবর।