কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরতে হচ্ছে শান্তা দত্তকে

university of calcutta Vice Chancellor shanta dutta dey

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জট! সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য (Vice Chancellor)। আর সেই তালিকায় রয়েছে কলকাতা, যাদবপুর, উত্তরবঙ্গের মতো নামীদামি বিশ্ববিদ্যালয়। যেখানে এতদিন অস্থায়ী উপাচার্য বসিয়ে কাজ সামলানো হচ্ছিল। আর এই সিদ্ধান্তের ফলে এবার ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র পরিবর্তে নতুন স্থায়ী উপাচার্য পেতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয় পেতে চলেছে স্থায়ী উপাচার্য

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত দীর্ঘ দিন ধরে হয়ে আসছে। এমনকি এই সংঘাত সুপ্রিম কোর্টের আঙিনাতেও পৌঁছে গিয়েছে। তবে এবার সেই টানাপোড়েন মিটতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে পেতে চলেছে স্থায়ী উপাচার্য। এতদিন এই সবকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য ছিল। স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন এদিকে সেটি না পাওয়া গেলে রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না। অবশেষে রাজভবন সায় দিল।

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী উপাচার্যের বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। যাঁদের নাম উপাচার্য হিসাবে নিয়োগের জন্য প্রস্তাবিত হয়েছিল তাঁদের ভালোভাবে মূল্যায়ন করে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব ছিল এই কমিটির। গতকাল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ওই কমিটির সুপারিশগুলি খতিয়ে দেখে এবং নির্দেশ দেয় যে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যপালের সম্মতি রয়েছে, সেগুলিতে উপাচার্য নিয়োগ করা হোক। এরপরই আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা কাটল।

নয়া স্থায়ী উপাচার্যের তালিকা

শিক্ষা দফতর সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এসেছেন আবু তালেব, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদয় ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চিরঞ্জীব ভট্টাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে নতুন পদ পেলেন যথাক্রমে অর্ণব সেন এবং ওমপ্রকাশ মিশ্র। এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র ভূমিকা শেষ হতে চলেছে।

 আরও পড়ুন: নিজের উদ্যোগে মধ্যবিত্তদের জন্য উপনগরী বানাবে পশ্চিমবঙ্গ সরকার

এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে বেশ খুশি হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের ছাত্রশাখা। কারণ TMCP-র প্রতিষ্ঠা দিবসের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকায় বেশ অসন্তোষের মুখে পড়েছিলেন শান্তা দত্ত। তবে এখনও জটিলতা সম্পূর্ণ কাটেনি। আদালতের নির্দেশের ফলে গতকাল আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা কাটলেও এখনও স্থায়ী উপাচার্যের প্রশ্নের মুখে রয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, আগামী শুনানিতে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে নয়া সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

Leave a Comment