সহেলি মিত্র, কলকাতা: সামনে রয়েছে দুর্গাপুজো আর এই উৎসবের আবহে কলকাতা মেট্রো (Kolkata Metro) আরো তিনটি রুটের উদ্বোধন হয়ে গেছে। সূত্রের খবর অনুযায়ী, প্রায় প্রতিদিনই এই এই মেট্রো রুটগুলিতে ইচ্ছে করছে সাধারণ যাত্রীদের ভিড়। অন্যদিকে একের পর এক মেট্রো রুটের উদ্বোধন এবং সম্প্রসারণের জেরে মাথায় হাত পড়েছে বাস থেকে শুরু করে ট্যাক্সির চালকদের। যাইহোক এসবের মাঝেই বিরাট ঘোষণা করল কলকাতা মেট্রো। এবার প্রতিটি মেট্রো স্টেশনে মিলবে এমন একটি সুবিধা যা সকলের যাত্রার অভিজ্ঞতাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে।
বিরাট ঘোষণা করল কলকাতা মেট্রো
আপনিও কি নিত্য মেট্রো যাত্রী? নিশ্চয়ই ভাবছেন যে কলকাতার মেট্রো ঠিক কী সিদ্ধান্ত নিয়েছে? তাহলে জানিয়ে রাখি পুজোর মুখে প্রত্যেকটি মেট্রো স্টেশনে এবার থেকে সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে QR কোডযুক্ত টিকিট। পাশাপাশি, কাগজের কিউআর টিকিটও মিলবে। কলকাতা মেট্রোর ‘আমার কলকাতা মেট্রো অ্যাপ’ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগে শুধুমাত্র গ্রিন লাইন, ব্লু লাইন, এবং অরেঞ্জ লাইনেই এই পরিষেবা মিলত। এবার থেকে পার্পেল ও ইয়োলো লাইনেও মোবাইলে টিকিট বুক করা যাবে।
টিকিটের ওপর মিলবে ৫% ডিসকাউন্ট
‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ এর মাধ্যমে টিকিট কিনলে যাত্রীরা এখন সমগ্র কলকাতা মেট্রো নেটওয়ার্ক জুড়ে প্রতিটি টিকিটে ৫ শতাংশ ছাড় পাবেন। মোবাইল কিউআর কোডের মাধ্যমে টিকিট বুকিংয়ের সুবিধা, যা আগে কেবল গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্ট লেক সেক্টর ভি), ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা) এর জন্য কোনও ছাড় ছাড়াই পাওয়া যেত, মঙ্গলবার থেকে পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) এবং ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) পর্যন্ত প্রসারিত করা হয়েছে।
Metro Railway, Kolkata goes fully digital — QR ticketing facility now available on all lines!
#GreenLine #OrangeLine #Yellowline #PurpleLine #BlueLine pic.twitter.com/Vq0cH8IKKT— Metro Railway Kolkata (@metrorailwaykol) August 26, 2025
মেট্রো রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে সোমবার অ্যাপের মাধ্যমে ২৩,৪৮২ জন যাত্রী টিকিট বুক করেছেন, যা আগের সোমবারের রেকর্ড করা ১১,৭৮৭ জনের প্রায় দ্বিগুণ। ইয়েলো লাইন এবং বর্ধিত অরেঞ্জ লাইনে রাজস্ব পরিষেবা শুরু হওয়ার সাথে সাথে এই বৃদ্ধি ঘটেছে। এখন পর্যন্ত, শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারীরা রিচার্জে ৫ শতাংশ টপ-আপ সুবিধা পেতেন, যেখানে অ্যাপ এবং কাউন্টার টিকিট ক্রেতারা সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতেন। নতুন নিয়মের ফলে, অ্যাপ-ভিত্তিক QR টিকিট কাউন্টার থেকে কেনা কাগজের টিকিটের তুলনায় সস্তা হবে।
আরও পড়ুনঃ লাঠি হাতে তাড়া করল গ্রামবাসীরা! বাঁচতে ১ কিমি দৌড় রাজ্যের মন্ত্রী ও বিধায়কের
উদাহরণস্বরূপ, হাওড়া স্টেশন এবং জয় হিন্দ বিমানবন্দরের মধ্যে ভাড়া ৫০ টাকা, যেখানে অ্যাপের মাধ্যমে একই যাত্রার জন্য ৪৭.৫০ টাকা খরচ হবে। জয় হিন্দ বিমানবন্দর এবং সল্টলেক সেক্টর V এর মধ্যে সর্বোচ্চ ৭০ টাকা ভাড়া ৬৬.৫০ টাকায় নেমে আসবে। এমনকি ৫ টাকার সর্বনিম্ন ভাড়াও অ্যাপের মাধ্যমে ৪.৭৫ টাকায় নেমে আসবে।