কলকাতা মেট্রো, রাজ্যে HIV আক্রান্ত…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৪ ডিসেম্বর)

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার। কলকাতা মেট্রো (Kolkata Metro), রাজ্যে HIV আক্রান্ত, কেরোসিন তেলের দাম বৃদ্ধি, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কলকাতা মেট্রোর ইয়েলো লাইন নিয়ে সুখবর

কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এখন বনগাঁ, হাসনাবাদ, হাবড়া এবং বারাসাতের যাত্রীদের জন্য বিরাট ইন্টারচেঞ্জ পয়েন্ট হয়ে উঠেছে। পূর্ব রেল নতুন এবং সম্প্রসারিত সাবারবান লোকাল পরিষেবা চালু করার কারণে শহরতলী থেকে মেট্রোতে ওঠা এবার অনেকটাই সহজ হয়েছে। এতে যাত্রীরা কম সময়, কম খরচে এবং কম যানজটে যাত্রা করতে পারবে। ৪ ডিসেম্বর থেকে রাত ৮ঃ০৫ এর বনগাঁ লোকাল চালু হচ্ছে। পাশাপাশি একটি হাসনাবাদ-বারাসাত লোকাল বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বদলে গেল তৎকাল টিকিট বুকিং-এর নিয়ম

রেলওয়ে তৎকাল টিকিট বুকিং-এ এবার বড়সড় পরিবর্তন। এখন থেকে টিকিট বুক করতে ওটিপি যাচাই বাধ্যতামূলক। আগে জালিয়াতির অভিযোগ থাকার কারণে এই ব্যবস্থা চালু হয়েছে, যাতে শুধুমাত্র প্রকৃত যাত্রীরা টিকিট পায়। মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই হলেই বুকিং কনফার্ম হবে। কাউন্টার এবং অনলাইন দুই মাধ্যমেই এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। ইতিমধ্যেই রেল আধার ভিত্তিক ভেরিফিকেশন চালু করে দিয়েছে এবং ৫২টি ট্রেনে পাইলট প্রজেক্ট হিসেবে ওটিপি সিস্টেম চালু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বাতিল করা হল ২.২৫ কোটি রেশন কার্ড

কেন্দ্র সরকার দেশের রেশন ব্যবস্থা শুদ্ধিকরণ অভিযান চালিয়ে ২.২৫ কোটি রেশন কার্ড বাতিল করে দিয়েছে। মৃত ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তি, যোগ্যতা পূরণ না করা এবং ডুপ্লিকেট রেশন কার্ডধারীদের নাম কেটে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ডেটাবেস ক্রস চেকের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বিহার, হরিয়ানা এবং উত্তর প্রদেশ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ৫ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ১৬০০ সুপার নিউমেরারি পোস্ট বাতিল করল হাইকোর্ট

উচ্চ প্রাথমিকে অতিরিক্ত ১৬০০ সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর ফলে বিরাট ধাক্কা লেগেছে রাজ্য সরকারের। অভিযোগ উঠেছিল, ২০১৬ সালে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা নিয়োগে বেআইনিভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়েছে যে, প্যানেলের মেয়াদ শেষে তার ভিত্তিতে নতুন পদ তৈরি করা আইনসঙ্গত নয়। তাছাড়া ওই ১৬০০ পদ অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ভারতীয় ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিরাট ধাক্কা

ভারতের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে এবার বিরাট ধাক্কা। অক্টোবর মাসে শিল্প উৎপাদন বেড়েছে ০.৪%, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। নভেম্বরে পিএমআই সূচক নেমে দাঁড়িয়েছে ৫৬.৬। জানুয়ারি মাসে সবথেকে খারাপ অবস্থা। জিএসটি কাঠামো বদল এবং উৎসব পরবর্তী বিক্রি কমার কারণে রাজস্বে প্রভাব পড়েছে। নভেম্বর মাসে জিএসটি আদায় মাত্র ০.৭% পেলে ১.৭ লক্ষ কোটি হলেও অক্টোবর মাসে তা ছিল ১.৯৬ লক্ষ কোটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) মালদায় ৩১০০ জন এইচআইভি আক্রান্ত

মালদায় এইচআইভি আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। জেলার স্বাস্থ্য দপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ৩১০০ জন এইচআইভি পজেটিভ রোগী নথিভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৩০০ জনের বয়স ১৫ বছরের কম। অপ্রাপ্তবয়স্ক আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সচেতনতা রক্ষা এবং নিয়ন্ত্রণ একমাত্র উপায়। প্রশাসন, পৌরসভা এবং পঞ্চায়েত মিলিতভাবে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) অভিজ্ঞতার ১০ নম্বর নিয়ে এবার কমিশনকে নির্দেশ হাইকোর্টের

এসএলএসটি নিয়োগে অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর নিয়ে জটিলতা বাড়ার কারণে কলকাতা হাইকোর্ট কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। বিচারপতি জানিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১০ নম্বর একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। তাই বিষয়টিকে ভালোভাবে দেখতে হবে। তিনি প্রশ্ন তুলেছেন, নিয়োগের মাঝখানে কি নিয়ম পরিবর্তন করা যায়? আদালত নির্দেশ দিয়েছে, স্বচ্ছতার জন্য সংবাদপত্রের বিজ্ঞপ্তি দিতে হবে, যাতে কেউ কোনও দাবি না করতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) রেশনে বাড়ল কেরোসিন তেলের দাম

কেন্দ্রীয় সরকার রেশনে কেরোসিন তেলের দাম অনেকটাই বাড়াল। এক ধাক্কায় বেড়েছে লিটার প্রতি ৪ টাকা। তিন মাসে মোট বৃদ্ধি পেয়েছে ৬ টাকা। মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষ ইতিমধ্যে বিপর্যস্ত। তার ওপর এই দাম বৃদ্ধি মধ্যবিত্তদের উদ্বেগ আরও বাড়াচ্ছে। রেশন ডিলারদের অনুমান, কলকাতায় কেরোসিনের দাম এখন প্রায় ৬৭ টাকা এবং অন্যান্য জেলায় তা ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফলে গ্রাহকদের আগ্রহ আরও কমতে পারে বলে অনুমান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) দেশের চারটি ব্যাঙ্কের অস্তিত্ব হারানোর জবাব দিল কেন্দ্র

দেশে চারটি ব্যাঙ্কের অস্তিত্ব হারানোর দাবি নিয়ে উদ্বেগ বাড়লে কেন্দ্র সরকার জানিয়েছে, বর্তমানে কোনও ব্যাঙ্ক বিলুপ্তির পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র বড় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হবে। তবে সংসদে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের কোনও চিন্তা নেই এবং কোনওরকম পর্যালোচনা চলছে না। শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী বিদেশী বিনিয়োগের সীমা বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার নতুন নিয়ম

তারাপীঠ মন্দিরে প্রবেশ এবং পূজো নিয়ে নতুন নিয়ম চালু করলে প্রশাসন। বেশি টাকা দিলে আর মন্দিরের ভিতরে ঢুকে পূজো বা দর্শন করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে, টাকা দিয়ে অনেকে দ্রুত প্রবেশ করছিল। ফলে সাধারণ ভক্তদের ভিড় এবং বিশৃঙ্খলা দিনের পর দিন বাড়ছিল। মহকুমা শাসক অশ্বিনী বাবুসিংহ সেবাইতদের নিয়ে বৈঠকের পর পুরনো নিয়ম কঠোর ভাবে মানার নির্দেশ দিয়েছে। প্রথম ১ ঘন্টা সাধারণ লাইনে প্রবেশের সুযোগ থাকবে। বিশেষ করে কুপন বাধ্যতামূলক নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment