বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইএফএকে জানিয়েই গত বুধবার কলকাতা লিগের ম্যাচে নামেনি মোহনবাগান। এদিন মেসারার্সের বিরুদ্ধে মাঠ দখলের কথা ছিল সবুজ মেরুন বাহিনীর। তবে তা না হওয়ায় শাস্তির মুখে পড়তে পারে বাগান, এমন আশঙ্কাতেই দিন কাটছে সবুজ মেরুন ভক্তদের।
কেন বুধবারের ম্যাচে নামল না মোহনবাগান?
গত বুধবার মেসারার্সের বিরুদ্ধে ঘরোয়া লিগে নামার অন্তত দু’দিন আগে আইএফএকে মোহনবাগান জানিয়ে দেয়, বুধবারের ম্যাচ খেলতে পারবে না তারা। এর নেপথ্যে সবুজ মেরুনের যুক্তি ছিল, ডুরান্ড কাপ চলাকালীন আপাতত কলকাতা লিগে খেলাটা সম্ভব হয়ে উঠছে না তাদের।
কিন্তু কারণ কী? ক্লাব সূত্রে খবর, কলকাতা লিগে মোহনবাগানের যে স্কোয়াড, তার অন্তত 16 জন খেলোয়াড়ই ডুরান্ড কাপে নাম লিখিয়েছেন। ফলত, এই মুহূর্তে ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগে খেলাটা তাদের জন্য যথেষ্ট কষ্টকর।
কেননা, দুই লিগে পরপর খেলার কারণে একেবারেই বিশ্রাম পাচ্ছেন না মোহনবাগানের ছেলেরা। মূলত সেই কারণেই, আপাতত ডুরান্ড কাপে নজর রেখে, কলকাতা লিগে খেলতে পারবে না বলেই আইএফএকে স্পষ্ট জানিয়ে দেয় মোহনবাগান। সবশেষে গঙ্গা পাড়ের ক্লাবের বক্তব্য ছিল, ডুরান্ড কাপে আর মাত্র 3টি ম্যাচ হতে পারে। সেই ম্যাচ শেষ হলে তবেই কলকাতার লিগ খেলবে তারা।
এদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বাগানের দাবি উড়িয়ে জানিয়ে দিয়েছিলেন, সোমবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। মোহনবাগান যদি শেষ পর্যন্ত সেই ম্যাচ খেলতে না যায়, তবে লিগ কমিটির বৈঠক ডাকা হবে। এই বৈঠকের পরই কমিটি সিদ্ধান্ত নেবে মেসারার্সদের ওয়াক ওভার দেওয়া যায় কিনা। এর পাশাপাশি আইএফএ সচিব দাবি করেন, ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের ম্যাচের মাঝে তিনদিন সময় থাকছে, এই সময় বিশ্রামের জন্য যথেষ্ট!
অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইষ্টবেঙ্গলের ডার্বির টিকিট কোথায়, কবে থেকে পাবেন?
শাস্তি পাবে মোহনবাগান?
আইএফএ সচিবের বক্তব্যকে সামনে রেখে মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস জানান, আইএফএ সচিব বলছেন গত বছর একসাথে দুই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোহনবাগান। আমার বক্তব্য, সব ক্ষেত্রে আগের বছরের সাথে তুলনা চলে না! গত বছরের কলকাতা লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এখনও ঘোষণা হয়নি। তাহলে কি এবারও সেটাই হবে? যদিও মোহনবাগানের অনড় অবস্থানের মাঝেই প্রশ্ন উঠছে তাহলে কী শাস্তি পাবে সবুজ মেরুন? আসলে বুধবারের ম্যাচে অংশ না নেওয়ার কারণে মোহনবাগান শাস্তি পাবে কিনা সে বিষয়ে এখনও আইএফএ কিছুই জানায়নি।