সহেলি মিত্র, কলকাতাঃ বড় ঘটনা ঘটে গেল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) চত্ত্বরে। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিন মহিলা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মঙ্গলবার সকালে এহেন ঘটনাকে ঘিরে ব্যাপক হৈচৈ পড়ে যায় সর্বত্র। এদিন বিকেলে কলকাতা হাইকোর্টের একটি প্রধান প্রবেশপথে যেটি কিনা গেট নম্বর ‘E’ তিনজন মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একজন তো গায়ে কেরোসিন তেল ঢেলে প্রায় আগুন ধরিয়েই দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তাঁরা এরকম করছিলেন? এই বিষয়ে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
হাইকোর্টের সামনে গায়ে আগুন লাগানোর চেষ্টা মহিলাদের!
আনন্দবাজার পত্রিকার আর্টিকেল অনুযায়ী, অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর পরে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ার ভয়ে তাঁরা এই কাজ করেছেন। যদিও তৎক্ষণাৎ পুলিশ চলে আসে এবং তাঁদের ধরে ফেলে। যার ফলে বড় কিছু ঘটনা ঘটার থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিন মহিলার নাম পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাঁপুই এবং বন্দনা নস্কর। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পূর্ণিমা হালদারই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়েছিলেন।’ কলকাতা হাইকোর্ট চত্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জিজ্ঞাসাবাদ শুরু পুলিশের
পুলিশ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করছে কেন তারা এত মরিয়া প্রচেষ্টা করেছিল, এবং তাও কলকাতা হাইকোর্টের সামনে। পুলিশের সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদকারীদের কাছে মহিলাআ জানিয়েছেন যে, ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করার পর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছিল। তবে তদন্তকারীরা দাবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, উল্লেখ করেছেন যে রাজ্যে এখনও সংশোধন প্রক্রিয়া শুরু হয়নি।
আরও পড়ুনঃ স্বপ্ন দেখতে আর বাধা নেই! কলকাতায় মাত্র ৫০০ স্কোয়ার ফুট জায়গাতেই তৈরি করা যাবে নিজের বাড়ি
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এই সংশোধনীর বিরোধিতা করার অঙ্গীকার করেছে। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক এবং লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বর্তমান সংসদ ভেঙে দিলেই কেবল এই প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে। তিনি জানান, “আমি যদি আপনার সাথে একমত হই যে ভোটার তালিকায় কারচুপি হওয়ার কারণে SIR প্রয়োজনীয় ছিল, তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে গত লোকসভা নির্বাচনগুলি সেই কারচুপি করা ভোটার তালিকা দিয়েই পরিচালিত হয়েছিল। তাই বর্তমান সংসদ ভেঙে দেওয়া উচিত। যেহেতু প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই কারচুপি করা ভোটার তালিকা দিয়েই নির্বাচিত হয়েছিলেন, তাই তাদেরও পদত্যাগ করা উচিত।”