কলিং থেকে স্ট্যাটাস, ডেক্সটপ ব্যবহার! WhatsApp-এ যুক্ত হচ্ছে একাধিক নয়া ফিচার্স

WhatsApp New Features

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, আগামী দিনে হোয়াটসঅ্যাপে চ্যাটিং বা কলিং-এর অভিজ্ঞতা সম্পূর্ণ বদলাতে চলেছে। এবার হোয়াটসঅ্যাপ বেশ কিছু ফিচার (WhatsApp New Features) যুক্ত করছে, যেখানে স্ট্যাটাস থেকে শুরু করে ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য আসবে বিরাট বদল। আর সবথেকে বড় ব্যাপার, আইফোনের মতো প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া যাবে।

কল ফিচারে তিন-তিনটি পরিবর্তন

জানা গিয়েছে, এবার হোয়াটসঅ্যাপ কল বিভাগে তিনটি নতুন ফিচার যুক্ত করছে যা কলিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। প্রথম ফিচারটি হল মিসড কল মেসেজ। সেক্ষেত্রে এখন যদি আপনি কাউকে ফোন করেন এবং সে উত্তর না দেয়, তাহলে আপনি একটি ভয়েস বা ভিডিও নোট পাঠাতে পারবেন। এর ফলে সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপ খোলার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দেখতে পাবে।

ভয়েস চ্যাটে পরিবর্তন

এবার ভয়েস চ্যাটের সাথে সম্পর্কিত আরও একটু ফিচার্স যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীরা এখন ভয়েস চ্যাটের সময় সরাসরি মেসেজ চ্যাট করতে পারবে। তাছাড়া কথোপকথনের সময় প্রতিক্রিয়া জানানোর একটি বিকল্প দেওয়া হচ্ছে। আর এটি গ্রুপ বা কমিউনিটি কনভারসেশনকে আরও সহজ আর ইন্টারেক্টিভ করে তুলবে।

গ্রুপ কল স্টিকার স্পটলাইট

তৃতীয় যে ফিচারটি যুক্ত করা হচ্ছে তা হল গ্রুপ কল স্পিকার স্পটলাইট। এক্ষেত্রে স্পষ্টভাবে দেখাবে যে, বর্তমানে গ্রুপে কলের সময় কে কথা বলছে। আর এটি বিভ্রান্তি কমাবে এবং কথা বলার মধ্যে কোনও সমস্যা হবে না।

ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য নতুন ট্যাব

যারা ল্যাপটপ, কম্পিউটার বা ম্যাকবুকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য এবার একটি নতুন মিডিয়া অ্যাপ চালু করা হয়েছে। ব্যবহারকারীর এখন তাদের সমস্ত মিডিয়া ফাইল, ডকুমেন্ট বা লিঙ্ক এক জায়গায় দেখতে পাবে। হোয়াটসঅ্যাপের মতে, এই ফিচার ম্যাক, উইন্ডোজ বা ওয়েব ফাইলগুলোকে খুঁজে বের করতে সাহায্য করবে এবং আগের থেকে দ্রুত ও কার্যকরী উপায় হবে।

আরও পড়ুন: বিয়ের মরসুমে দরপতন সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

স্ট্যাটাস ফিচারে পরিবর্তন

যারা হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটাস দেখেন বা স্ট্যাটাস দেন, তাদের জন্য আনা হচ্ছে পরিবর্তন। ব্যবহারকারীরা এখন তাদের স্ট্যাটাসে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং অন্যরা সরাসরি তার উত্তর দিতে পারবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলিতেও একটি প্রশ্ন করার ফিচার যুক্ত করা হচ্ছে। এর ফলে চ্যানেল অ্যাডমিনরা তাদের ফলোয়ারদের সঙ্গে আরও ভালোভাবে কথোপকথন করতে পারবে।

Leave a Comment