কলেজে ভর্তি নিয়ে সময়সীমা জারি পশ্চিমবঙ্গ সরকারের!

WBCHSE

প্রীতি পোদ্দার, কলকাতা: আর দেওয়া হবে না সময়, যাঁরা এখনও স্নাতকস্তরে ভর্তির জন্য সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য দেননি, তাঁদের এবার সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। আজ রাত ১২ টা বাজার আগেই ও সেন্ট্রালাইসড অ্যাডমিশন পোর্টালে আপলোড করে দিতে হবে জরুরী তথ্য। গতকাল অর্থাৎ সোমবার, ৪ আগস্ট এমনই এক বিবৃতি জারি করল রাজ্য সরকারের উচ্চশিক্ষা সংসদ।

উচ্চশিক্ষা সংসদের বিবৃতি

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, গত ২৮ জুলাই সুপ্রিম কোর্টের রায়ে আবেদনকারীদের সামাজিক শ্রেণির তথ্য আপডেটের সুযোগ চালু হয় ২৯ জুলাই থেকে। পড়ুয়াদের এসএমএস, ইমেল এবং ফোন করে এই বিষয়ে জানানো হয়েছে। কিন্তু এখনও বহু আবেদনকারী সেই তথ্য জমা দেননি বলেই জানিয়েছে কাউন্সিল। তাই তাদের জন্যই এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল উচ্চশিক্ষা সংসদ। দফতরের তরফে জানানো হয়েছে যে, আজ, মঙ্গলবার অর্থাৎ ৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে সামাজিক শ্রেণি সংক্রান্ত সমস্ত তথ্য পোর্টালে আপডেট করতেই হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য আপলোড করবেন না, তাদের আবেদন ডিফল্ট হিসেবে গণ্য করা হবে।

কেন এই সিদ্ধান্ত সরকারের?

উচ্চ শিক্ষা সংসদের তরফে দাবি করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরের ভর্তির জন্য রাজ্য মেধা তালিকা প্রকাশ করার ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হল আবেদনকারীদের সঠিক তথ্য সময় আপডেট না করা। মেসেজ, ইমেল ও ফোনের মাধ্যমে বারবার যোগাযোগ করা সত্ত্বেও বহু ছাত্রছাত্রী এখনও সামাজিক শ্রেণির তথ্য জমা দেননি বলে ক্ষোভ প্রকাশ করেছে দফতর। তাই এই অবস্থায় কাউন্সিলের কড়া বার্তা দিতে নির্ধারিত সময়ের ডেডলাইন জারি করা হয়েছে। এরপরেও আর কোনো ছাত্র ছাত্রী সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কোনওভাবে সামাজিক শ্রেণির তথ্য সংশোধন বা আপডেট করার সুযোগ পাবে না। তখন এর দায় তাদের নিজেদের বহন করতে হবে।

আরও পড়ুন: সেপ্টেম্বর থেকে আর ATM-এ মিলবে না ৫০০ টাকার নোট? তথ্য দিল সরকার

উল্লেখ্য, অনগ্রসর শ্রেণি অর্থাৎ OBC শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। এরপরেই হাই কোর্টের নির্দেশের উপরে গত সপ্তাহেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর শীর্ষ আদালতের ওই স্থগিতাদেশের পরেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে বিবৃতি দিল রাজ্য সরকার। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়ার জন্য গত ১৭ জুন অভিন্ন পোর্টাল চালু করা হয়। কিন্তু তথ্য আপলোডের বিলম্বতায় মেধা তালিকা প্রকাশ বাঁধার মুখে পড়ছিল, তাই এবার সেই নিয়ে বড় পদক্ষেপ।

Leave a Comment